• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

আবার ফিরে আসবেন ‘বঙ্গবন্ধু’

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আজ। তিনি বেঁচে থাকলে তার বয়স হতো একশ’বছর। তিনি আমাদের দিয়েছেন স্বাধীনতা, দিয়েছেন একটা জাতীয় পতাকা, জাতীয় সংগীত আর একটা মানচিত্র। আমাদের দেশ যত দিন থাকবে, নদ-নদী যত দিন বইবে, তত দিনই কীর্তি থেকে যাবে বঙ্গবন্ধুর। বাস্তবে তাকে আর দেখা যাবে না কিন্তু আবার ঠিকই ফিরে আসবেন বঙ্গবন্ধু, আর সেটি রূপালি পর্দায়।

বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ শিরোনামের বায়োপিক নির্মাণ করছেন বলিউড বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল। এরইমধ্যে শেষ হয়েছে চিত্রনাট্যের কাজ। কয়েকদিন আগে এই বায়োপিকের অভিনয় শিল্পীদের আংশিক তালিকা প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

সেই তালিকা থেকে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে বয়সভিত্তিক রূপে কয়েকজনকে অভিনয় করতে দেখা যাবে। তাদের মধ্যে নুসরাত ফারিয়া (ছোট শেখ হাসিনা), জান্নাতুল সুমাইয়া (বড় শেখ হাসিনা), ওয়ানিয়া জারিন আনভিতা (শেখ হাসিনা ৮-১২ বছর) ও শেখ রেহানার চরিত্রে অভিনয় করবেন সামান্তা রহমান (শেখ রেহানা ছোট)। 

বিএফডিসি কর্তৃক প্রকাশিত প্রাথমিক ওই তালিকা থেক আরো জানা যায়, বঙ্গবন্ধুর বায়োপিক সৈয়দ নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করবেন দেওয়ান মো. সাইফুল ইসলাম সামদ, এ. কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, আব্দুল হামিদ খান ভাষানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ। 

এছাড়া, শেখ কামালের চরিত্রে বয়সভিত্তিক অভিনয় করবেন কামরুল হাসান/ইশরাক তূর্য্য/ তৌহিদ, শেখ জামালের চরিত্রে শরীফ সিরাজ, মানিক মিঞার চরিত্রে তুষার খান, খন্দকার মোস্তাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবু, শেখ মনির চরিত্রে মোস্তাফিজুর ইমরান নুর। 

তবে যে তালিকাটি প্রকাশ করেছে সেটি প্রাথমিক তালিকা। মঙ্গলবার ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ ছবির শিল্পীদের পুরো তালিকা প্রকাশ পাবার কথা রয়েছে।

এই বায়োপিকে উঠে আসবে বাংলাদেশের অভ্যুদয় থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নির্মম ট্র্যাজেডি। তারুণ্য থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী সময়ের মুজিবের দেখা মিলবে ছবিতে।

বায়োপিকটি নির্মাণের কাজে নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ করবেন দয়াল নিহালানি। এর চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। আর কস্টিউম ডিরেক্টর হিসেবে থাকছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

বাংলা ভাষায় নির্মিত বঙ্গবন্ধু বায়োপিকটি, তবে পর্দায় হিন্দি সাব-টাইটেল থাকবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ চলচ্চিত্রটির বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ সরকার ও ৪০ ভাগ দিচ্ছে ভারত সরকার।

১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করলেন বঙ্গবন্ধু। শুরু হয়েছে মুজিববর্ষ। শিগগিরই শুরু হবে এই বায়োপিকের শুটিং। মুজিববর্ষেই অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই শেষ হবে বায়োপিকের নির্মাণ কাজ।