• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ওরা ‘ভদ্র’ চোর

আলোকিত ভোলা

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

ওরা ‘ভদ্র’ চোর, কারণ সাধারণ চোরদের মতো ওরা চুরি করে না। যেহেতু ভদ্র চোর, তাই তাদের চুরির কৌশলও ভিন্ন। চুরির পণ্যের মধ্যে থাকে দামি মোবাইল ফোন, টেলিভিশন এবং ক্যামেরা। এলাকায় ভদ্র ছেলে হিসেবেই তারা পরিচিত।
 
নগরীর খুলশী থানা পুলিশের হাতে ধরা পড়েছে নূর মোহাম্মদ রাসেল এবং রবিউল হাসান রবি ওরফে রকি নামে দুই ‘ভদ্র’ চোর। যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন স্থান থেকে চুরি করা ৪০টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ৫টি ট্যাব ১টি এলইডি টেলিভিশন এবং ১টি ক্যামেরা।

দুই চোরকে টানা জিজ্ঞাসাবাদ করছে খুলশী থানা পুলিশ। আর জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে ভদ্র চোর দলের নানা তথ্য। মূলত চুরি করা পণ্য তারা বিক্রি করতো অনলাইনে। আবার পরিচিত কিছু আত্মীয়-স্বজন ছিল, যারা এসব চোরাই পণ্য কিনতো। আটককৃত চোরদের বিরুদ্ধে খুলশী থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
 
খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব কুমার চৌধুরী জানান, টার্গেটকৃত বাসায় চুরি করতে যাওয়ার আগে চোর দলের সদস্যরা সব কিছু ভালোভাবে রেকি করে। এমনকি টার্গেটকৃত পরিবারের সব তথ্য জেনে নেয়। এরপর সুযোগ বুঝে একেবারে ভদ্র পোশাকে ওই ভবনের দারোয়ানকে মিথ্যা তথ্য দিয়ে টার্গেটকৃত বাসায় চলে যায়। শেষ পর্যন্ত কৌশলে বাসায় ঢুকে নিয়ে আসে সামনে থাকা মোবাইল ফোন, টেলিভিশন, ক্যামেরা, ল্যাপটপসহ মূল্যবান সব জিনিস।
 
পুলিশ জানায়, টার্গেটকৃত বাসায় ঢুকে চোরের দল নানা ধরনের নাটক সাজায়। কখনো বাসার মালিক পাঠিয়েছে। কখনো বা বলে ভুল করে বাসায় ঢুকে পড়েছে। অর্থাৎ যে বাসার দরজা খোলা পাবে সেই বাসার ড্রয়িং রুম থেকে জিনিস চুরি করে তারা। গত ৫ মাসে খুলশীর অন্তত ১০টি অভিজাত পরিবারে ঢুকে মোবাইল ফোন, টেলিভিশন এবং ল্যাপটপ ও ট্যাব চুরি করেছে এই চোরের দল।

এর মধ্যে কয়েকটি বাসার সিসিটিভি ফুটেজ পাওয়ার পর পুলিশ দলটির সন্ধানে নামে। শেষ পর্যন্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার করা হয়। আর তাদের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে চুরির মালামাল।