• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টি-টোয়েন্টিতে ৪৪৮ রান!

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি শেষে সমতায় ছিল ১-১ ব্যবধানে। ফলে তৃতীয় ম্যাচটি পরিণত হয় অলিখিত ফাইনালে। সেঞ্চুরিয়নে ম্যাচটা হলো ফাইনালের মতোই। টি-টোয়েন্টি ম্যাচে দুইদল মিলে তুলল পাক্কা ৪৪৮ রান। রান উৎসবের ম্যাচটা পাঁচ উইকেটে জিতে সিরিজও নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

সুপার স্পোর্টস পার্কে প্রথমে ব্যাটিং করে ২২২ রান তোলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। যাতে বড় অবদান হেনরিক্স ক্লাসেনের। চার নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৩ বলে ৪টি করে চার-ছয়ে ঠিক দুইশ স্ট্রাইকরেটে তরুণ এ ক্রিকেটার খেলেন ৬৬ রানের বিধ্বংসী এক ইনিংস।

তার আগে দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক করেন যথাক্রমে ৪৯ ও ৩৫ রান। পাঁচে নেমে ডেভিড মিলারের ২০ বলে ৩৪ রানের ইনিংসটাও বড় অবদান রেখেছে দক্ষিণ আফ্রিকার ওই সংগ্রহে।

তবে, বড় সংগ্রহ গড়েও অবশ্য শেষ হাসিটা হাসতে পারেনি স্বাগতিকরা। ইংলিশ ওপেনার জেসন রয় ৪ বলে ৭ রান করে শুরুতে ফিরলেও তৃতীয় উইকেটে ৮৯ রানের দুর্দান্ত এক জুটি গড়েন জনি বেয়ারস্টো ও জস বাটলার।

ইংলিশরা মূলত জয়ের শক্ত ভিত্তিটা পেয়ে যায় সেখানেই। শেষ দিকে ২২ বলে ৫৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে সফরকারীদের সিরিজ নিশ্চিত করা জয় এনে দেন ইয়ান মর্গান।

যদিও ইংলিশ অধিনায়কের ইনিংসে চারের মার ছিল না একটিও, তবে ছক্কা মেরেছেন পাক্কা ৭টি। অন্যদিকে, বেয়ারস্টো ৩৪ বলে ৭ চার ও ৩ ছয়ে করেন সর্বোচ্চ ৬৪ রান। আর বাটলার করেন ২৯ বলে ৯ চার ও ২ ছয়ে ৫৭ রান। যাতে ইংলিশরা ১৯.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য তুলে ফেলে ২২৬ রান। পাঁচ বল হাতে রেখেই।