• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শেষ সময়ে পয়েন্ট হারাল লিভারপুল

আলোকিত ভোলা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১  

ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। যদিও জয়ের পথেই ছিল দলটি। ম্যাচের ৩১তম মিনিটের গোলে এগিয়ে ছিল ৮৭ মিনিট পর্যন্ত। এরপর হঠাৎই সমতায় ফেরে লিডস। ফলে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।

সোমবার (১৯ এপ্রিল) লিডসের মাঠের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সাদিও মানে লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর লিডসকে সমতায় ফেরান দিয়েগো ইয়োরেন্তে। এই লিডসের বিপক্ষে ৪-৩ গোলে জিতে আসর শুরু করেছিল লিভারপুল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে লিভারপুল। একাধিক আক্রমণে গেলেও গোল পাচ্ছিল না দলটি। অবশেষে ৩১তম মিনিটের সময়ে এগিয়ে যায় সফরকারীরা। আর্নল্ডের পাস ধরে ফাঁকা জালে বল পাঠান সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে ফিরেও আক্রমণ ধরে রাখে ক্লপের শিষ্যরা। ৭৪তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পাননি ব্যামফোর্ড। তার শট ক্রসবারে লাগে। ৮৫তম মিনিটে ভালো একটি সুযোগ আসে মোহামেদ সালাহর সামনে। কিন্তু বাইরে মেরে হতাশ করেন তিনি। 

ম্যাচের ৮৭তম মিনিটে সতীর্থের কর্নারে হেডে সমতা ফেরান ইয়োরেন্তে। উল্লাসে মেতে উঠে স্বাগতিকরা। আর টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল। 

এই ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে লিভারপুল। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে লিডস। আর ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি।