• শনিবার   ২৫ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

মাদারীপুরে চলছে আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

 মাদারীপুরে প্রথমবারের মতো চলছে আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী। দুই শতাধিক দেশি-বিদেশি শিল্পীর আঁকা কয়েক শ’ চিত্র কর্ম ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন জেলার দর্শনার্থীরা। ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতি ধরে রাখার পাশাপাশি জেলার সুনাম বাড়াতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। আর দর্শনাথীদের দাবী, প্রতি বছরই এমন আয়োজনের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, করোনা ভাইরাস ও তার প্রতিকারসহ নানা চিত্র দেখতে দর্শনার্থীদের ভীড়। প্রয়াত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন নামে মাদারীপুর শহরের লেকের দক্ষিনপাড়ে ‘মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম’ শুরু হয়েছে ১২ দিনের আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী। মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো এই প্রদর্শনী মুগ্ধ করেছে দর্শনার্থীদের। ৩টা গ্যালারিতে আড়াইশ’র বেশি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, এর মধ্যে ৫০ জন বিদেশি শিল্পীর চিত্রকর্ম রয়েছে। কয়েকজন দেশি শিল্পীর ভাষ্কর্যও রয়েছে। বিকেলের পর থেকে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। জেলার বাইরেও পাশের শরিয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ থেকেও শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের পদচারনায় মুখর প্রদর্শনী প্রাঙ্গন। বছরের বিশেষ দিনে এই আয়োজন করার আহবান দর্শনার্থীদের।
চিত্র প্রদর্শনী দেখতে আসা শিক্ষক আবদুর রহমান বাচ্চু বলেন, ‘সত্যিই এমন প্রদর্শনী মুগ্ধ করেছে। জেলা শহরে এমন অনুষ্ঠান প্রথম হওয়ায় দারুণ আনন্দিত আমরা। এই প্রদশনী যদি ১২ দিন না হয়ে মাসব্যাপী হতো, তাহলে আরো ভালো হতো। প্রতি বছর এমন আয়োজন দেখতে চাই।’
মিঠু আকন নামে আরেক দর্শনার্থী বলেন, ‘শরিয়তপুর জেলা থেকে এই প্রদর্শনীর খবর শুনে দেখতে এসেছি। এখানে অনেক কিছু শেখার আছে। প্রতিটি ছবি আলাদা আলাদা জ্ঞান ছড়িয়েছে। ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর আ আয়োজন করার জন্যে।
চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও প্রয়াত কাজী আনোয়ার হোসেনের ছেলে অপু কাজী জানান, ‘ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি জেলার সুনাম বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি, প্রতিবছর এই আয়োজন করতে পারব। আর ঢাকা শহরে না করে মাদারীপুরে করার একটাই কারণ, দেশের মানুষও যেন মহৎ ব্যক্তিদের চিত্রকর্ম দেখার সুযোগ পায়।’
শুক্রবার সন্ধ্যায় এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য শাজাহান খান। যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। ২১০ জন দেশী-বিদেশী চিত্রশিল্পীর নিপুন হাতে ফুটিয়ে তোলা হয়েছে ইতিহাস, ঐতিহ্যসহ সংস্কৃতির নানা নিদর্শণ। এর থেকে সবার মাঝে জ্ঞানের ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা আয়োজকদের। মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘জেলাবাসীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়েছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ এই আয়োজন উপভোগ করতে পেরেছে।’