• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘প্রধানমন্ত্রীকে কাছ থেকে একনজর দেখবো বলে সারারাত ঘুমাতে পারিনি’

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। তিনি আমাদেরকে জাতি হিসেবে পরিচয় দিয়েছেন তৃতীয় লিঙ্গে অন্তর্ভুক্ত করে। জাতীয় পরিচয়পত্র দিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা রাস্তাঘাটে থাকতাম, তিনি আমাদেরকে জায়গা ও ঘর করে দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এবং তাকে একনজর দেখতে আমরা ছুটে আসছি মাঠে।’

শনিবার (১১ মার্চ) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে এসে আবেগ আপ্লুত হয়ে শহরের পাঠ্যদাম ব্রিজ মোড়ে এ কথা বলেন তৃতীয় লিঙ্গের সংগঠন ‘সেতুবন্ধন কল্যাণ সংঘের সভাপতি তনু।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে আমাদের সম্প্রদায়ের মানুষ কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়েছেন। প্রত্যেকেই নতুন কাপড় পরে সাজুগুজু করে এসেছে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য। আমরা সবাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই এবং তার জন্য দোয়া করি।’

সালমা নামের তৃতীয় লিঙ্গের আরেকজন বলেন, ‘প্রধানমন্ত্রীকে কাছ থেকে একনজর দেখবো, এ জন্য সারারাত ঘুমাতে পারিনি। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমাদের পরিবারের সদস্যরা যা না করেছেন প্রধানমন্ত্রী আমাদের জন্য তার চেয়ে বেশি করেছেন। আমাদেরকে তিনি মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তার ঋণ আমরা কোনও দিন ভুলতে পারবো না। এ জন্যই সকাল সকাল সার্কিট হাউজ মাঠে আমরা সবাই ছুটে যাচ্ছি নেত্রীকে একনজর দেখার জন্য।’

আওয়ামী লীগ আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল সাড়ে ৩টার দিকে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই জনসভাকে সফল করতে আওয়ামী লীগসহ স্থানীয় প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শনিবার সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে সার্কিট হাউজ মাঠে যাওয়ার জন্য মানুষ বের হয়ে পড়েছেন। ময়মনসিংহ নগরী সেজেছে নতুন রূপে।