• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আ.লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: শেখ হাসিনা একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে শ্রমিকবান্ধব কর্মপরিবেশের প্রত্যাশা সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে চা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বিশ্বে আরও দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক গভীর করবো আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না: প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

এক্সপ্রেসওয়েতে উচ্চ গতি, ১০ ঘণ্টায় ১৯৬ মামলা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

পদ্মাসেতুর দক্ষিণে জাজিরা প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। সোমবার (২৭ মার্চ) থেকে এ অভিযান শুরু হয়। যা আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত চলবে।
অভিযানের প্রথম দিন সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পদ্মাসেতুর দক্ষিণ প্লাজা থেকে বগাইল টোল প্লাজা পর্যন্ত ২৩ কিলোমিটার পথে ১০ ঘণ্টায় উচ্চ গতির কারণে বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসকে ১৯৬টি মামলা করা হয়েছে।

মাদারীপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ের ওই অংশে ঢাকামুখী দুটি ও ভাঙ্গামুখী দুটিসহ মোট চারটি দল এ অভিযান পরিচালনা করে। প্রতিটি দলে ১০ জনসহ মোট ৪০ জন সদস্য ছিলেন।

মাদারীপুর হাইওয়ের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, এত অল্প সময়ে হাইওয়ের ২৩ কিলোমিটার অংশে দ্রুত গতির কারণে ১৯৬টি মামলা করার নজির নেই। এ সময় দ্রুতগতির কারণে মামলা করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি বলেন, আমরা আশা করছি আমাদের এ বিশেষ অভিযান ফলপ্রসূ হবে এবং মহাসড়কে চলাচলকারী গাড়ির চলকেরা সচেতন হবে এবং মহাসড়কের গতিসীমা মেনে যানবাহন চালাবেন। এতে সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা করি।