• বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৪ ১৪৩০

  • || ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন : প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে শিক্ষা ব্যবস্থায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয়: প্রধানমন্ত্রী কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করিনি: প্রধানমন্ত্রী পাসের হারে মেয়েরা এগিয়ে, ছেলেদেরও চেষ্টা করতে বললেন প্রধানমন্ত্রী এইচএসসি’র ফল প্রকাশ কৃতকার্যদের অভিনন্দন, অকৃতকার্যদের সহানুভূতি দেখাতে হবে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি’র ফলাফল হস্তান্তর আজ মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসবেন শেখ হাসিনা এইচএসসির ফল প্রকাশ ১১টায়, জানা যাবে যেভাবে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসবেন শেখ হাসিনা বঙ্গবন্ধুকে হত্যার পরই এদেশে হত্যার রাজনীতি শুরু হয় কার কত দম আওয়ামী লীগ সেটাও দেখতে চায়: প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না যুদ্ধ ও সংঘাতকে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী মানবতাকে বাঁচাতে যুদ্ধকে ‘না’ বলুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

নিখোঁজ তাওসীফ সেন্টমার্টিনে কাটিয়েছেন ৬ দিন! সন্ধান মিললো যশোরে

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

অনলাইনে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান শিখো ডটকমের ব্যবসা শাখার কর্মকর্তা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাওসীফ যাওয়াদ আহমেদের খোঁজ মিলেছে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ এ কথা জানান। তিনি বলেন, গতকাল শনিবার যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার সন্ধান পান পরিবারের সদস্যরা।

ওসি শাহ মো. আওলাদ আরও বলেন, যশোর শহরের রাস্তায় উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা ওই যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। পরে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ওই যুবক হাতিরঝিল থেকে নিখোঁজ তাওসীফ। পরে দ্রুত তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়।
 
তাওসীফের বোন তানজিনা আহমেদ বলেন, যশোর সদরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাইয়ের খোঁজ পেয়েছি। সে অনেক অসুস্থ। ঠিকঠাক কথা বলতে পারছে না। হাত নেড়ে ইশারায় বোঝানোর চেষ্টা করছে, তাকে কেউ মেরেছে। চোখে-মুখে ভয়ের ছাপ। তবে কীভাবে যশোর গিয়েছে, তা নিয়ে কিছু বলতে পারছে না। চিকিৎসকরা আমাদের নিষেধ করেছেন; এখন তাকে বেশি প্রশ্ন না করতে। পুরোপুরি সুস্থ হতে তার অনেক সময় লাগবে।

১২ দিন আগে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিখোঁজ হন তাওসীফ। এ ঘটনায় তার বোন তানজিনা আহমেদ বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন।

তাওসীফের নিখোঁজ জিডিতে বলা হয়, রাজধানীর রামপুরার ওয়াপদা রোডের বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন তাওসীফ। ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় কর্মস্থলে বের হয়ে রাত সোয়া ৯টার দিকে বাসায় ফেরেন। বাসায় বাইক রেখে রামপুরা বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। রাত ১০টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তাওসীফ বুথ থেকে টাকা তুলে বের হয়েছেন। কিন্তু পরে আর কোনো ফুটেজে তাকে স্পষ্ট বোঝা যায়নি। পুলিশ বলছে, তিনি ছিনতাইকারী, অজ্ঞান বা মলম পার্টির খপ্পরে পড়েছিলেন কিনা কিংবা অন্য কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। তিনি আত্মগোপনে গিয়েছিলেন নাকি অপহরণের শিকার হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তাওসীফ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সর্বশেষ তিনি শিখো ডটকমে যোগ দেন।

এদিকে তাওসীফের নিখোঁজ হওয়ার খবর ছবিসহ অনলাইনে প্রকাশিত হলে কক্সবাজারের সেন্টমার্টিনের মারমেইড রিসোর্ট কর্তৃপক্ষের নজরে আসে। প্রতিষ্ঠানটির কর্ণধার মাহবুব আলম সাংবাদিকদের বলেন, ১৫ সেপ্টেম্বর তাওসীফ আমার রিসোর্টে ওঠেন। পাঁচ দিন পর ২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তিনি রিসোর্ট ছাড়েন।

মাহবুব আলম বলেন, হোটেলের রেজিস্টারে তাওসীফ সঠিক নাম-পরিচয় দিয়েছেন। পেশা লিখেছেন চাকরিজীবী। গ্রামের বাড়ির ঠিকানা লেখেন ‘ঢাকার নবাবগঞ্জ’। জন্ম তারিখ ‘২০ জুলাই, ১৯৯৮।

হোটেলের সংক্ষিপ্ত ঠিকানা-
তাওসীফ যাওয়াদ, পিতা: আলতাফ উদ্দিন, নবাবগঞ্জ, ঢাকা, বাংলাদেশ, জন্ম ২০/০৭/৯৮ইং
ফোন: ১০৯৭৫০০৩০১৯৩
এনআইডি: ২৪০৫২৫০০৬৬
পেশা: চাকরিজীবী
উদ্দেশ্য : ভ্রমণ
চেক ইন:১৫/০৯/২৩
২০/০৯/২৩
সকাল ১০:১২ মিনিটি চেকউট।