• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

ময়লার ভাগাড়ে মিলল তরুণীর লাশ

আলোকিত ভোলা

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩  

কুষ্টিয়া সদর উপজেলায় ময়লার ভাগাড় থেকে কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় রেখা খাতুন নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের হাউজিং সি-ব্লকের ওয়াপদার পুরোনো গেটের সামনের ভাগাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেখা খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাখোই গ্রামের আব্দুর রহিম মেয়ে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন হাঁটাহাঁটির সময় রশি দিয়ে বাধা অবস্থায় একটি কম্বল দেখতে পান। সন্দেহ হলে তারা ৯৯৯-এ কল দেন। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কম্বল খুলে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করে। পরে লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাখোই গ্রামের আব্দুর রহিম ও তার স্ত্রী মর্গে গিয়ে তাদের মেয়ে রেখা খাতুনকে শনাক্ত করেন।

নিহত রেখা খাতুনের বাবা আব্দুর রহিম জানান, তার মেয়ের সঙ্গে খুলনার হাফিজুর নামে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ২০ দিন আগে পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। হাফিজুর মাগুরায় একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করে। রেখা বিয়ের কয়েকদিন পর থেকে বাবার বাড়িতেই ছিল। বুধবার সকাল ৯টার দিকে সে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফেরেনি। পরে হাউজিং-এ একটি লাশ পাওয়ার কথা শুনে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে যায়। পরে দেখেন রেখার লাশ পড়ে আছে।

স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানা জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রশি খুলে কম্বলে মোড়ানো অবস্থায় ঐ তরুণীর লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঐ তরুণীর মা-বাবা এসে লাশ শনাক্ত করেন।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ঐ তরুণীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। পুলিশ এরিমধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।