• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দীর্ঘ দেড় বছর পর পাঠদান শুরু ভোলার ১৬০২ শিক্ষাপ্রতিষ্ঠানে

আলোকিত ভোলা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১  

ভোলা প্রতিনিধিঃ করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর কারণে দীর্ঘ দেড় বছর পর সারাদেশের ন্যায় ভোলার শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে প্রান ফিরে পেয়েছে। উৎসব মুখর পরিবেশে চলছে ভোলার ১৬০২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান।

স্কুল-কলেজ খুলে দেওয়ায় সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে একটা সাজ সাজ পরিবেশে উৎসবের আমেজ দেখা যায়। একই রকম রোববার (১২ সেপ্টেম্বর) সকালে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ও সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে দেখা মিলে একই চিত্র।

সকাল ৮.৩০ মিনিটে থেকে ভোলার প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের ফুল, কলম ও ক্লাসরুটি হাতে দিয়ে বরন করেন নেন।

কথা হয় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থী তানহার সাথে তিনি বলেন, দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর স্কুলে একসাথে সকল বন্ধুদের দেখতে পেরে খুব ভালো লাগছে।

কথা হয় একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এলমার সাথে তিনি বলেন, করোনা কালে অনলাইন ক্লাসে পড়ায় ততোটা মনযোগ বসতো না অনেক টা বোরিং লাগতো। এখন স্কুল খুলে দেওয়ায় আমাদের অনেক ভালো লাগছে। সকালে স্কুলে আশার পরে আমরা অনেকটা সারপ্রাইজ হয়েছি। স্যার ম্যাডারা আমাদের ফুল ও কলম দিয়ে বরন করে নিয়েছে। পাশাপাশি স্কুলের ভিতে আমাদের হাত ধোঁয়ার ব্যবস্থা সহ সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাসে বসার জন্য নিদের্শনা দিয়েছে।অনেক দিন পরে স্কলে এসে বন্ধুদের পেয়ে অনেক ভালো লাগছে।

কথা হয় সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান মিম তিনি বলেন, এতো দিন ঘর বন্ধি ছিলাম হঠাৎ টিভিতে কলেজ খোলার ঘোষণার পরে যে খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। বহুদিন পরে কলেজে এসে স্যার-ম্যাডাম ও বন্ধুদের দেখতে পেয়ে খুবি ভালো লাগছে।

এদিকে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো: ইসরাফীল বলেন,  দেড় বছর পরে কলেজ বন্ধ থাকার পরে সরকারি নিদের্শনার পরে আজ কলেজ খুলেছে। আমরা শিক্ষার্থীদের প্রানবন্তর পরিবেশে রিসিভ করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার জন্য কলেজের প্রবেশ পথসহ প্রতিটি ফোলরে স্যানিটাইজার ও সাবান পানির ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ভোলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার জানান, ভোলা জেলার ৭ উপজেলায় ১০৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ে উৎস মুখর পরিবেশ পাঠদান শুরু হয়েছে।

ভোলার জেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস জানান, স্বাস্থ্য বিধি মেনে সারাদেশের ন্যায় ভোলা জেলায় একযোগে ২৬৫ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪০ টি মাদ্রাসা ও ৫০ কলেজে পাঠদান চলমান আছে। মেঘনা ও তেতুলিয়ার ভাঙ্গন কবলিত এলাকায় কিছু সংখ্যাক শিক্ষা প্রতিষ্ঠান ঝুকিতে থাকায় তাদের স্বান্তনার করে পাঠদান চলমান আছে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন কালে ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বেই জেলা শিক্ষা কর্মকর্তা সহ সকলে সাথে সভা করেছি।এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রালয়ের থেকে যে নিদের্শন দেওয়া হয়েছে তা জেলার সকল প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। তারি ধারাবাহিকতায় ভোলা জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে। আমরা আশা করি শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে স্বাস্থ্য সম্মত ভাবে শ্রেনীশিক্ষার কার্যক্রমে অংশ গ্রহনে সক্ষম হবে।