• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

সবাইকে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে

আলোকিত ভোলা

প্রকাশিত: ২২ জুন ২০২২  

ভোলা প্রতিনিধিঃ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে  তোলার জন্য ভোলায় সম্মনিত  কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (২১ জুন)ভোলা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব আরিফ আহমেদ। জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  ভোলা জেলা কার্যালয়ের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম.পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন  করেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক এ কেএম দিদারুল আলম। কর্মশালার সঞ্চালনা করেন সহকারী কমিশনার নিগার সুলতানা।

কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার পাশাপাশি জনপ্রতিনিধি,শিক্ষক, ইমাম,সাংস্কৃতিক কর্মী, ক্রিড়াবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ছেন।

এসময় প্রধান অতিথি যুগ্ম সচিব আরিফ আহমেদ মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে  বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এজন্য তৃর্নমূল পর্যায়ের মানুষের মতামতের ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

এসময় বক্তরা আরো বলেন, মাদক দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেশে মাদকের বিরুদ্ধে কঠোর আইন আছে। কিন্তু এ আইন প্রয়োগ করে মাদক  রোধ করা  সম্ভব না। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়তে হবে। তাই মসজিদের ইমাম থেকে শুরু করে জনপ্রতিনিধিসহ সবাইকে সভা, সমাবেশের মাধ্যমে তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে  জানাতে হবে। তাহলেই মাদকমুক্ত সমাজ, দেশ গড়ে  তোলা সম্ভব হবে। 

পরে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তাদের স্ব স্ব মতামত প্রদান করেন।