• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী মানুষ ও নেতা শেখ হাসিনা যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

ভোলায় অপরাধ প্রতিরোধে পুলিশের সিসি ক্যামেরা স্থাপন ও সভা অনুষ্ঠিত

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২  

ভোলা প্রতিনিধিঃ তৃর্নমূল পর্যায়ে অপরাধ কমিয়ে আনার লক্ষ্য নিয়ে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে ৬টি ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আজ সোমবার  দুপুরে  শিবপুর ইউনিয়ন পরিষদের এই সিসি ক্যামেরা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। শিবপুর ইউনিয়নের নিরাপত্তা ব্যবস্থা  জোড়দার করতে ইউনিয়ন পরিষদ দপ্তরে বসানো মনিটর থেকে সকল কার্যক্রম  সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি প্রত্যক্ষ করা হবে।

পরে ইউনিয়ন পরিষদের হল রুমে  সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ এবং যৌতুক প্রতিরোধ বিষয়ক সভা  যোগ দেন পুলিশ সুপার।

সভায় ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেন।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরর্দার, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ইউছুফ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি  আবুল বাসেদ মিয়া,ভিট অফিসার জমিস উদ্দিন,ইউপি সদস্য জামাল উদ্দিন সহ আরো অনেকেই।  
এ সময় পুলিশ সুপার বলেন,ভোলার সব ধরনের অপরাধ নির্মূল করার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।

তাই অপরাধ নিয়ন্ত্রণে তথ্য-প্রযুক্তির সুবিধার মধ্যে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পরীক্ষিত। ইউনিয়ন চেয়ারম্যান স্থানীয় ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে তাদের নিরাপত্তার কথা ভেবে হাট ও বাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে  জেলা পুলিশ।

পর্যায় ক্রমে জেলার সকল বড় বড় বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এর মাধ্যমে  জনবহুল এসব হাট-বাজারে অপরাধ কর্মকান্ড অনেক কমে  আসবে বলে মনে করেন।