• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৪ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে

আওয়ামী লীগ ১৪ বছরে বিএনপির উপর কোন অত্যাচার নির্যাতন করেনি: তোফায়েল আহমেদ

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

ভোলা প্রতিনিধিঃ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১৪ বছর ক্ষমতায় থাকলেও বিএনপির উপর কোন অত্যাচার নির্যাতন করেনি। অথচ বিএনপি ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের কর্মীরা বাড়িতে থাকতে পারেনি। এলাকা ছেড়ে পালিয়ে বেড়িয়েছে। আওয়ামী লীগ সেই রাজনীতি করেনা বলে তিনি জানান। সোমবার (০৮ আগস্ট) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নকর্মীদের সাথে সৌজন্য সফর করা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিমকালে তিনি এসব কথা জানান।

এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, ভোলায় পুলিশের সাথে সংঘর্ষের জন্য মূল কারণ বিএনপি। তারা পুলিশের উপর আকস্মিক হামলা করেন। বাধ্য হয়ে পুলিশ আত্মরক্ষার জন্য গুলি করে। এই ঘটনায় দুজন মারা যায়, এর জন্য আমি দু:খ প্রকাশ করছি। বিএনপির হামলার ঘটনায় অনেক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। নিজেরাও আহত হয়েছে। তবে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা না করলে এই ধরনের ঘটনা ঘটতো না বলে তিনি জানান।

এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, আওয়ামী লীগ তৃর্ণমূল পর্যায়ে সাংগঠনিক সফর করলেও বিএনপি তা করেনা। তাই তাদের সাংগঠনিক ভিত্তি নেই। বিএনপি তেল গ্যাস নিয়ে কথা বলে তাদের ক্ষমতার সময় কি অবস্থা ছিলো বলে প্রশ্ন রাখেন তোফায়েল আহমেদ? তিনি বলেন, আমরা এখন ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করি। আমরা যখন ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রেখে গেছি তাদের সময় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। পৃথিবীর সব দেশেই কম বেশি সংকট হয়। বাংলাদেশ তার বাইরে নয়। প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে এই সংকট অচিরেই কেটে যাবে বলে তিনি বলেন।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি জনবান্ধব দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শহর থেকে গ্রামেও এসেছে। এর বাইরে নয় ভোলাও। ভোলার অধিকাংশ কাজই আমি সম্পন্ন করেছি। রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান। একটি কাজ অসম্পূর্ন রয়েছে তা হলো ভোলা-বরিশাল ব্রীজ। পদ্ম সেতু হয়ে গেছে, এখন প্রাধনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই ভোলা-বরিশাল ব্রীজের কাজ সম্পন্ন হবে।

তোফায়েল আহমেদ ভোলার উন্নয়ন প্রসঙ্গে বলেন, ভোলাকে সুন্দর করে সাজাতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। রাস্তার কাজ শেষ হলে সুন্দর চমৎকার পরিবেশ সৃষ্টি হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে সার্বিক কাজে সহায়তা করেত আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ভোলা পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, ভোলা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: শাহে আলম প্রমুখ।

এর আগে তোফায়েল আহমেদ ভেলুমিয়া ইউনিয়নের শরীফখা বাজার, ভেলুমিয়া ইউনিয়ন বাজার, ভেদুরিয়া এলাকায় ৫টি স্পটসহ ১৫টি স্থানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পথ সভা করেন।