• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

ভোলায় ১১৬ টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

ভোলা প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক  মো: তৌফিক-ই-লাহী চৌধুরী সভাপত্বিতে  সভায় আলোচনায় অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, ভোলা থানার ওসি শাহিন ফকির,ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গৌরঙ্গ চন্দ্র দে, সাধারন সম্পাদক অসীম সাহা, ভোলা পৌর সভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন সহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সেক্রেটারী, পূজা মন্ডপের সভাপতি-সেক্রেটারি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনাসহ নানা দিক-নির্দেশনা দেন। সভায় পূজা মন্ডপের এলাককায় সিসি ক্যামেরা স্থাপন, অধিকসংখ্যক পূজা ভন্ডপে নিজেস্ব স্বেচ্ছেসেবক   নিয়োগ, বিদ্যুৎ সাশ্রয়ে  অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার তাগিদ দেন।

সভায় আরো জানানো হয়, এবছর জেলায় ১১৬ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের চেয়ে একটি মন্ডপ বেশি।  প্রত্যেক মন্ডপের জন্য সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যা বিভিন্ন উপজেলায় বিতরণ চলছে। মন্ডপে নারী পুরুষদের আলাদা প্রবেশ পথসহ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সকল নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পূজা উদযাপন পরিষদ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, উৎসবমূখর পরিবেশে দুর্গা পূজা উযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। জেলা প্রশাসক  ও  জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দুটি কন্ট্রোল  রুম ছাড়াও প্রত্যেক উপজেলায় একটি করে কন্ট্রোল রুম  খোলা হবে। প্রত্যেক মন্ডপে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, ভোলা জেলায় এবছর ১১৬ টি মন্ডপের মধ্যে সদর উপজেলায় ২৭টি, দৌলতখানে ৮টি, বোরহানউদ্দিনে ২০টি, তজুমদ্দিনে ১৬টি, লালমোহনে ২২টি , চরফ্যাসনে ১৩টি ও মনপুরায় ১০ টি মন্ডপ রয়েছে।