• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

ভোলায় ১১৬ টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

ভোলা প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক  মো: তৌফিক-ই-লাহী চৌধুরী সভাপত্বিতে  সভায় আলোচনায় অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, ভোলা থানার ওসি শাহিন ফকির,ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গৌরঙ্গ চন্দ্র দে, সাধারন সম্পাদক অসীম সাহা, ভোলা পৌর সভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন সহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সেক্রেটারী, পূজা মন্ডপের সভাপতি-সেক্রেটারি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনাসহ নানা দিক-নির্দেশনা দেন। সভায় পূজা মন্ডপের এলাককায় সিসি ক্যামেরা স্থাপন, অধিকসংখ্যক পূজা ভন্ডপে নিজেস্ব স্বেচ্ছেসেবক   নিয়োগ, বিদ্যুৎ সাশ্রয়ে  অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার তাগিদ দেন।

সভায় আরো জানানো হয়, এবছর জেলায় ১১৬ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের চেয়ে একটি মন্ডপ বেশি।  প্রত্যেক মন্ডপের জন্য সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যা বিভিন্ন উপজেলায় বিতরণ চলছে। মন্ডপে নারী পুরুষদের আলাদা প্রবেশ পথসহ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সকল নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পূজা উদযাপন পরিষদ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, উৎসবমূখর পরিবেশে দুর্গা পূজা উযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। জেলা প্রশাসক  ও  জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দুটি কন্ট্রোল  রুম ছাড়াও প্রত্যেক উপজেলায় একটি করে কন্ট্রোল রুম  খোলা হবে। প্রত্যেক মন্ডপে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, ভোলা জেলায় এবছর ১১৬ টি মন্ডপের মধ্যে সদর উপজেলায় ২৭টি, দৌলতখানে ৮টি, বোরহানউদ্দিনে ২০টি, তজুমদ্দিনে ১৬টি, লালমোহনে ২২টি , চরফ্যাসনে ১৩টি ও মনপুরায় ১০ টি মন্ডপ রয়েছে।