• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
‘আন্দোলনের নামে অগ্নিসংযোগে আর সহনশীলতা দেখানো হবে না’ যেকোনও মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী আন্দোলনে আপত্তি নেই, সহিংসতা করলে রেহাই পাবে না: প্রধানমন্ত্রী ‘আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে’ শহর ও গ্রামের বৈষম্য দূর করবে সরকার: প্রধানমন্ত্রী বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ শিশুর সুশিক্ষা-সুস্থ বিনোদন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি সরকার প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ ‘বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে’ ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর অর্ধকোটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন শেখ হাসিনা বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী

ভোলায় মা ইলিশ রাক্ষায় জেলেদের সাথে নৌ-পুলিশের সচেতনতা সভা

আলোকিত ভোলা

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২  

ভোলায় মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে ২২ দিনের  ইলিশ শিকারে নিষেধাজ্ঞা সফল করার লক্ষে জেলেদের সাথে সচেতনতামূলক সভা করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।

আজ দুপুরে সদর উপজেলার ইলিশা মাছঘাটে নৌ-পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময়  বরিশাল নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার মাহাবুব রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই আব্দুর করিম ও স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা  উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ইলিশের ডিম ছাড়ার জন্য ভোলার মেঘনা তেতুলিয়া নদীর মিঠা পানি অনেক গুরুত্বপূর্ণ স্থান। মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ না পেলে আগামীতে নদীতে ইলিশ পাওয়া যাবে না। একইসঙ্গে জাটকা সংরক্ষণ করতে হবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি,জেলে ভাইয়েরা নিষেধাজ্ঞাকালে নদীতে ইলিশসহ সব প্রকার মাছ ধরা থেকে বিরত থাকবেন। কেউ যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ ধরতে নামেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তৃতা।
 এসময় বরিশাল নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার মাহাবুব রহমান বলেন, বরিশাল বিভাগে ইলিশ সংরক্ষিত এলাকায়    উপকূলীয় ও নদী এলাকায় ইলিশের অভয়া শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় টহল অব্যাহত থাকবে নৌ-পুলিশে। যাতে এই সময় কোন জেলে অবৈধ ভাবে মাছ ধরতে না পারে। ইতিমধ্যে ইলিশের প্রজনন মৌসুম সফল করতে  জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সাথে  জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ,মাইকিং,জনসচেতনতামূলক সভা সহ নানাভাবে প্রচার চালিয়ে সচেতন করছে  নৌ-পুলিশ। জেলা ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার ইলিশা ঘাটে  লিফলেট বিতরণ করা হয় বলে জানান।
এসময় তিনি আরো বলেন, নৌ-পুলিশ এই ২২ দিনের অভিযান সফল করতে নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। দিন-রাত টহল অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে যদি কেউ আইন ভঙ্গ করে। তাঁদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি, জেলে ভাইয়েরা নিষেধাজ্ঞাকালে নদীতে ইলিশসহ সব প্রকার মাছ ধরা থেকে বিরত থাকবেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তামোল্লা এমদাদুল্যাহ বলেন,মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ না পেলে আগামীতে নদীতে ইলিশ পাওয়া যাবে না। একইসঙ্গে জাটকা সংরক্ষণ করতে হবে। তাহলেই নদীতে ইলিশ মাছ বাড়বে। তখন আরও বেশি পরিমাণে ইলিশ আহরণ করা যাবে।ইলিশের ডিম ছাড়ার জন্য মেঘনার- তেতুঁলিয়া অংশ অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এ সুযোগ কাজে লাগিয়ে অনেক অসাধু জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে নামার চেষ্টা করেন। কেউ যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ ধরতে নামেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।