• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

ভোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২  

ভোলা প্রতিনিধি।। দুর্যোগে আগাম সর্তকতা, সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিবাদ্য বিষয়কে সামনে  রেখো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উপলক্ষে ভোলায় জেলা প্রশাসনের আয়জনে র‍্যালি  ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টেবর) সকাল  প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়।র‍্যালিটি  শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত  জেলা প্রশাসক ( সার্বিক) বিবেক সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ( বিপিএম- পিপিএম)।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা কৃষি অফিসার ওয়ারেসুল কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র সাহা, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক  আবদুর রাজ্জাক, গ্রামীন জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল,  সিপিপির উপপরিচালক আবদুর রশিদ প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রামীন জনউন্নয়ন সংস্থার ট্যেকনিকাল অফিসার মোঃ বাবুল আকতার।

এসময় ফায়ার সার্ভিস,  রেড ক্রিসেট, সিপিপি, কোস্টগার্ড সহ বিভিন্ন দপ্তরের সদস্য ও সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তরা বলে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবন দেশ।  এদেশে প্রতি বছরই বিভিন্ন ধরনের দুর্যোগ আঘাত হানে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে এই দুর্যোগের পরিমাণ ও ক্ষতির হার বৃদ্ধি পাচ্ছে। তাই দুর্যোগ মোকাবেলায় পুর্ব পস্তুতি নিতে হবে, পুর্ব পস্তুতির অন্যতম হচ্ছে আগাম সর্তকতা। প্রতিটা দুর্যোগে যদি আগাম সর্তকতা অবলম্বন করা যায় তাহলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব হবে।

এসময় বক্তরা সেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট, সিপিপি ও বেসরকারি সংস্থার প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন দেশের প্রতিটি দুর্যোগে সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি এই সকল সেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি সংস্থাগুলো মাঠে থাকায় ইতিপূর্বের সংকটগুলি মোকাবেলা  অনেক সহজ হয়েছিল। তাই আগামী দিনগুলোতেও কোন প্রাকৃতিক দুর্যোগ বা সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি সংস্থাগুলো আরো বেশি কাজ করার আহবান।