• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা

ভোলায় জেলা পরিষদের শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা

আলোকিত ভোলা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

ভোলা প্রতিনিধিঃ ভোলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা দিয়েছে ভোলা জেলা পরিষদ। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে ভোলা জেলা পরিষদ আয়োজিত
‘শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়। এ বছর মেধাবী ৫৬২জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও ৭ গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি ছিলেন, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অষ্ট্রেলিয়ার সেন্টাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল আলম, অষ্ট্রেলিয়ার স্কুল অব বিজনেস অ্যান্ড ডল, হেড অফ কোর্স, সিকিউ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ওলাভ মুরলিংক, অষ্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. ফিরোজ আলম, অষ্ট্রেলিয়ার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস এর অ্যাডজান্ট প্রফেসর ড. মাসুদ ঈসা, আদর্শ প্রাণিশেবা লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক, শেখ ফজিলাতুননেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা পরিষদের সদস্য খাদিজা আক্তার স্বপ্ন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা হচ্ছ নক্ষত্রের মতো। আকাশে যেমন নক্ষত্রগুলো নিজ নিজ যায়গায় তার আলো ছড়ায়। তেমনি তোমরা সুশিক্ষা শিক্ষিত হয়ে নিজ নিজ যায়গায় প্রতিষ্ঠিত হবে। আর নক্ষত্রের মতো যার যার স্থানে আলো ছড়াবে। আজ তোমরা ভালো রেজাল্ট করে মেধা বৃত্তি পেয়েছো। তোমাদের সামনের দিনগুলোতে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে দৃঢ়তার সাথে সকল বাধাঁ অতিক্রম করে এগিয়ে যাবে। তোমরা আগামী দিনে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তোমরা মানুষের জন্য, মানবতার জন্য, দেশ ও পৃথিবীর জন্য নিজেকে বিলিয়ে দিবে। তোমাদের হাত ধরেই এই দেশ, সমাজ একটি সুসংগঠিত, উন্নত ও বাসযোগ্য হবে।