• শনিবার   ২৫ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

বেগম রোকেয়া দিবসে ভোলায় ৩৫ নারী পেলো জয়িতা সংবর্ধনা

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২  

ভোলা প্রতিনিধিঃ “সবার মাঝে ঐক্য গড়ি” “নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৩৫ সংগ্রামী নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্রসহ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দিবস ২০২২ উপলক্ষে জয়ীতা অন্মেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা শেষে ভোলা জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে এই সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন, অধ্যক্ষ শাফিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম প্রমূখ।

প্রতিবছর সরকার সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য অথবা ব্যক্তি জীবনে সফলতা পাওয়া নারীদের মধ্য থেকে ৫টি ক্যাটাগরীতে জয়িতা সম্মাননা প্রদান করে থাকেন। এ বছর জেলা পর্যায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আসমা আক্তার, সফল জননী ক্যাটাগরীতে হোসনেয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় নাজমা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে নাজমুন নাহার ও আর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করায় বিবি সাওদাকে বেগম রোকেয়া জয়িতা সম্মাননা প্রধান করা হয়েছে। এছাড়াও জেলার সাত উপজেলায় ৫ জন করে ৩৫জন নারীকে এই সম্মাননা প্রধান করা হয়েছে।

এসময় বক্তরা বলেন,জয়িতা কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের বিভিন্ন ক্ষেত্রে সফল নারী তথা জয়িতাদের অনুসন্ধান করে তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অন্যান্য নারীদের অনুপ্রাণিত করবে। তাদের দেখাদেখি সমগ্র সমাজ নারীবান্ধব হবে এবং এতে করে লিঙ্গসমতা ভিত্তিক সমাজ বিনির্মাণ ত্বরান্বিত হবে।