• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী মানুষ ও নেতা শেখ হাসিনা যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

ভোলায় তুলার গোডাউনের ভয়াবহ আগুনে পুড়লো গোডাউনসহ ৫ বসত ঘর, নিহত-১

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩  

ভোলা প্রতিনিধিঃ ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় একটি  তুলার  গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে  গোডাউনসহ ৫টি বসত ঘর।  আগুন নেভাতে গিয়ে প্রচন্ড  ধোয়ায়  শ্বাসকষ্ট হয়ে অসুস্থ হয়ে ইব্রাহিম (৪৫) নামে এক ব্যাবসায়ী  নিহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০ টায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনেরর সুত্রপাত। ভোলা ফায়ার সার্ভিসের ৩ ইউনিট  ২ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে এনেছে।

ফায়ার সার্ভিসের ভোলা সূত্র জানায়,স্থানীয় আলী হোসেন নামের এক ব্যবসায়ীর তুলার গোডাউন থেকে আগুনের সুত্রপাত। রাত ১০টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। রাত আগুন লাগার  কয়েক  মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এত গোডাউনের পাশে ৫টি বসত ঘরে আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে আগুন ধরে পুড়ো ঘরের মালামাল পুড়ে শেষ হয়ে যায়।এলাকাবাসি আগুন নেভানোর চেস্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘন্টাব্যাপি চেস্টে চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে আগুনে পুড়ে যায় একটি গোডাউন ও ৫ টিবসত ঘর। আগুন নেভাতে জেলা পুলিশ,রেড ক্রিসেন্ট টিম সহ স্থানীয়রা অংশগ্রহন করে।

এদিকে আগুনের খবর পেয়ে  ফায়ার সার্ভিসকে সহযোগীতা করতে গিয়ে এসে প্রচন্ড ধোয়ায় অসুস্থ হয়ে ইব্রাহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আগুনে কি পরিমান ক্ষতি হয়েছ সেই তালিকা তৈরী করছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।ভোলা সদর মডেল থানার ওসি শাহিন ফকির এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম বলেন, আগুনে প্রায় ৪ থেকে ৫ ঘর একদম পুড়ে গেছে। একজন মারা গেছেন। ফায়ার সার্ভিস আগুনের ক্ষয়ক্ষতি নিরুপন করছেন। এখন আগুন নিয়ন্ত্রন রয়েছে। আগুনের ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে বলে জানান।