• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী মানুষ ও নেতা শেখ হাসিনা যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

ঘূর্নিঝড়“মোখা” মোকাবেলায় ভোলায় মাঠ মহড়া অনুষ্ঠিত

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ মে ২০২৩  

ভোলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দ্বীপ জেলা  ভোলায়  উপকূলের মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে  ভোলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তির হাট মেঘনা নদীর পাড়ে এই মহড়া আয়োজন করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। ঘূর্ণিঝড়,প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতিতে মোকাবেলায় জনসম্পৃক্ততা বাড়াতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি মাঠ মহড়া আয়োজন করে।মে মাস দূর্যোগ প্রবণ সময়।

এই সময় উপকুলীয় অঞ্চলে দূর্যোগের ঘনঘটা। সেই মূহুর্তে  ভোলার নদীর পাড়ে  ঘূর্নিঝড় সতর্কীকরন মাঠ মহড়া আয়োজন করা হয়।

আয়োজকরা জানান,সর্বস্তরের মানুষকে দুর্যোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ দুর্যোগের আগে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে  প্রস্তুতি নিশ্চিতসহ জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার  জন্য এই মহড়া  স্থানীয়দের দুর্যোগ সম্পর্কে সচেতন করবে বলে জানান।

মাঠ মহড়ায় প্রধান অতিথি ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী (সিপিপি) উপ-পরিচালক আব্দুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাঁচতে হয়। প্রাকৃতিক দুর্যোগ হয়তো বন্ধ করা যাবে না, কিন্তু প্রত্যেক  স্তরে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

এসময় তিনি আরো বলেন, উপকূলের দিকে ঘূর্ণিঝড় মোখা নামে একটি ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। তারই পূর্ব প্রস্তুতি হিসাবে সিপিপির উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হলো। এর মাধ্যমে স্থানীয় দুর্যোগ সম্পর্কে একটি ধারনা পেয়েছে। যে দুর্যোগ আসলে আমাদের কি করনীয় হওয়া উচিত। এই মহড়া অনেক কার্যকরী হবে যখন বাস্তবে দুর্যোগ আসার সাথে সাথে সবাই নিজেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিবেন।

উপকুলীয় এলাকায় এই দুর্যোগ প্রবণ মাসে জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ দুর্যোগ পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যাক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার জন্য এ মহড়ার আয়োজন করা হয়। মহড়া শেষে মহড়ায় অংশ নেওয়াদের মাঝে সম্মানা স্বারক তুলে দেন প্রধান অতিথি।