• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী চোরাচালান বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় কাতার ‘নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করুন, নিজেই পরিবর্তন আনুন’ ‘আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত’ বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত: রাষ্ট্রপতি জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমেই জোরদার হচ্ছে দুদিনের সফরে সোমবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িতদের কোনো ধর্ম নেই: প্রধানমন্ত্রী

ভোলার ইলিশা লঞ্চ ঘাটে ১৫ শ পিস ইয়াবাসহ আটক ১

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

ভোলা প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেলকে ইয়াবাসহ আটক করেছেন, ভোলার ইলিশা ফাঁড়ির পুলিশ। সোমবার (২২ মে) সকালে ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এএসআই সুজন ও এএসআই রিপনসহ পুলিশের একটি বিশেষ টিম ইলিশার তালতলা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনকভাবে সোহেল নামের ব্যক্তিটিকে তল্লাশি করলে তার কাছ থেকে পাওয়া যায় ১৫'শ পিস ইয়াবা। এরপর তাকে আটক করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আটককৃত সোহেল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ৩নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির জানান, সকালে ইলিশা ফাঁড়ির পুলিশ প্রতিদিনের ন্যায় আজকেও ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় সন্দেহজনকভাবে সোহেল নামের ছেলেটিকে তল্লাশি করলে তার কাছ থেকে ১৫'শ পিস ইয়াবা পায়। আটককৃত সোহেলের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে। ভোলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়ের নেতৃত্বে আমাদের অভিযান অব্যাহত থাকবে।