• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২২ ১৪৩০

  • || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ

শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগের দোয়া

আলোকিত ভোলা

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩  

ভোলা প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্যে দিয়ে ভোলা জেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী  উদযাপন করছে ।

শনিবার (৫ আগষ্ট) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ কামালের প্রতিতকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা ও দোয়া মোনাজত এর আয়োজন করা হয়। 

ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু ও ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ইউনুছ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলনা করেন ভোলা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভান্ত্র শেখ পরিবারের জন্মগ্রহন করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বড় ছেলে।

শেখ কামালকে বহু গুণে গুণান্বিত এক অসামান্য ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন এবং খেলাধুলা, সঙ্গীত, অভিনয়, বক্তৃতায় পারদর্শীতাসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তার প্রতিভার স্বাক্ষর বহন ও অবাধ বিচরণ তাকে এক অনন্য উচ্চতায় আসীন করেছে মর্মে মন্তব্য করেন। তার শিক্ষা জীবন, মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করে দেশ স্বাধীন করার জন্য অগ্রনী ভূমিকা রাখেন। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট  নারকীয় হত্যাযজ্ঞে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনাবসানের কারণে গোটা জাতি একজন সুযোগ্য, দক্ষ ও মানবিক নেতাকে হারিয়েছে, যার অভাব কখনো পূর্ণ হবে না।  এসময় বক্তরা সবাইকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের কাছ থেকে শিক্ষা ও অনুপ্রেরণা লাভের জন্য এবং তার বিশিষ্ট ও মানবিক গুণাবলিকে ধারণ করার জন্য আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সদস্য  মোঃহেলাল উদ্দিন,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন মনসুর,উপ-দপ্তর সম্পাদক  গৌরঙ্গ চন্দ্র দে,শ্রম সম্পাদক শাহে আলম,জেলা তাঁতী লীগের সভাপতি এনামুল হক ফরমান, কৃষক লীগের সভাপতি মোঃ মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু সায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন,সহ-সভাপতি মোঃ হাসান লিটন,যুগ্ম সম্পাদকমোঃ আবিদুল আলম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান,পৌরসভার  কাউন্সিলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবিন্দর এসময় উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু, শেখ কামাল ও ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদত বরণকারীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।