• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

ভোলার দুই দিনব্যাপী সাহিত্য মেলার শুরু

আলোকিত ভোলা

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩  

ভোলা প্রতিনিধিঃ বাঙ্গালী সংস্কৃতিকে সমৃদ্ধ করতে ভোলায় দুইদিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর)  সকালে  ভোলার সরকারি স্কুল মাঠে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহম্মেদ এর পক্ষে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা  প্রশাসক আরিফুজ্জামান।

জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলা একাডেমীর সম্মনয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা  প্রথমবারের মতো এই মেলার আয়োজন করা হয়। এই মেলার মাধ্যমে জেলা পর্যায়ের সকল সাহিত্যিকদের পরিচয় ও তাদের সৃষ্টিকর্ম সকলের কাছে তুলে ধরার মাধ্যমে নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে এ মেলা অনুষ্ঠিত হতে হচ্ছে।

পরে এক আলোচনা সভায় ভোলা জেলা  প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা, বাংলা একাডেমীর ব্যবস্থাপক মো: মনিরুজ্জামান, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল গফুর, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো: ইসরাফিল,ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন  অধ্যক্ষ  রুহল আমিন জাহাঙ্গীর, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, সময় পূর্বাপর এর সম্পাদক কবি হাসান মাহমুদ সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, বাংলা সাহিত্য বাঙ্গালীদের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। বাংলা ভাষার সাহিত্য বাঙালি কবি লেখকদের হাতে কালব্যাপি সমৃদ্ধ হয়ে উঠেছে। এ সাহিত্যমেলার মধ্য দিয়ে সাহিত্যচর্চার সুযোগ বাড়বে বলে মনে করেন।

এছাড়াও সাহিত্য চর্চার মাধ্যমেই আগামী প্রজন্ম  প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। সমাজ থেকে বৈষম্য ও সাম্প্রদায়িকতা দূর হবে বলে বক্তারা আশা ব্যাক্ত করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ভোলা জেলা  প্রশাসক আরিফুজ্জামান বলেন,জেলার কৃর্তীমান লেখকসহ উদীয়মান লেখকদের অনুপ্রেরণীত করতে বর্তমান সরকারের জেলায় জেলায় সাহিত্য মেলার আয়োজন করেছে। বর্তমান সরকার বিশ^াস করে বাঙ্গালী সংস্কৃতিকে সমৃদ্ধ করতে জেলা পর্যায়ের এ সাহিত্য মেলা অত্যন্ত  গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে বাংলাদেশ আগামী দিনে হয়ে উঠবে আধুনিক, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ এই প্রত্যাশা সবার ।

মেলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী,সাংবাদিক,উপজেলার কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে প্রবন্ধ পাঠ,আলোচনা সভা,লেখক কর্মশালা, স্থানীয়লেখকদের স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান।