• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

ভোলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৩৫ নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

ভোলা প্রতিনিধিঃ নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ভোলায়  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম  রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে র‌্যালি,আলোচনা সভা ও ৩৫ জন সফল নারীদের  জয়িতা  সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলার যৌথ আয়োজনে এই এই সংবর্ধনা প্রদান করেন।

ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন  জেলা প্রশাসক আরিফুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মামুন অর রশিদ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ভোলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, শিশু একাডেমীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আখতার হোসেন, সাংস্কৃতিক কর্মী তালহ তালুকদার বাঁধন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আরিফুজ্জামান ৫টি ক্যাটাগরীতে ১০জন মহীয়সী নারীকে আনুষ্ঠানিক সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। জেলায় ৩৫ জন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়।

এর আগে সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে একটি র‌্যালি নিয়ে সড়ক প্রদক্ষিণ করেন বিভিন্ন নারী সংগঠনের নেতৃবিন্দরা। 

জেলা পর্যায়ে জয়িতা সম্মানিতরা হলেন,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী  মোসাম্মদ সেলিনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসা: হোসনে আরা বেগম, সফল জননী নারী হোসনেয়ারা বেগম, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী সাথী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী আইনুন নাহার রেনু বেগম।

উপজেলা পর্যায়ে জয়ীতা সম্মননা প্রাপ্তরা হচ্ছেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী- ফারজানা আক্তার লিমা, সফল জননী নারী রেহানা বেগম, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী বিবি ফাতেমা, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী  মোসাম্মদ সেলিনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সুলতানা রাজিয়া।