• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

‘চলতি মাসের শেষ থেকে সমানতালে পড়বে গরম’

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪  

একসময় ছয় ঋতুর দেশ ছিল বাংলাদেশ। কিন্তু বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে ছয় ঋতুর বাংলাদেশ বর্তমানে দুই ঋতুতে ঘোরপাক খাচ্ছে। শীতকাল ও গ্রীষ্মকাল, এই দুই ঋতু বর্তমানে চলছে দেশে। এরইমধ্যে শীতকাল চলে গিয়ে উঁকি দিচ্ছে গ্রীষ্মকাল। এবার শীতে আবহাওয়ার বিরূপ আচরণ গরমেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ও সংস্থাটির সাবেক আবহাওয়াবিদ আবদুল মান্নান গরম নিয়ে বিস্তারিত জানিয়েছেন।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে দেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকাতে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে সেভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘এখন আস্তে আস্তে গরম পড়া শুরু হয়েছে। তবে ভোর রাতের দিকে শীত থাকে। এই সময়টাতে আবহাওয়ার ট্রানজিট পিরিয়ড চলছে, এজন্যই শীত ও গরম পড়ছে। আগামী ২৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একইরকম অবস্থা বিরাজ করবে। এরপর থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। মানে ওই সময়ের পর থেকে শীত পড়ার কোনো সম্ভবনা নেই। এছাড়া, এবার গরমের প্রকোপ বেশি থাকার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।’

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ‘আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণে বোঝা যাচ্ছে, মার্চ মাসের প্রথম দিক থেকে তাপমাত্রার দাপট অনুভব করা যাবে। কারণ, বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা যে অবস্থায় থাকার কথা, তার থেকে আমরা উপরে আছি। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা যে পর্যায়ে থাকার কথা ছিল তার থেকে বেশি ছিল। তার মানে আমরা এবার ওয়ার্ম উইন্টার পার করলাম। এই ওয়ার্ম উইন্টারের মধ্যেই আমরা একটা তীব্র শীত পার করলাম। সুতরাং আমাদের এখন ওয়ার্মিং পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে আবহাওয়া পরিস্থিতি ভালো বার্তা দিচ্ছে না। গত জানুয়ারিতে যে শীত অনুভূত হয়েছে, সেটা কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল। তবে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এটা হয়েছে। সুতরাং গরমেও এরকম ওয়ার্মিং পরিস্থিতি আসবে। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

গরমকাল নিয়ে তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি হিসেব করলে এবার গরমের তীব্রতা বেশি থাকবে। এর ফলে গরমের হ্যাজার্ড আবির্ভূত হবে। হ্যাজার্ডগুলো নতুন ডাইমেনশনে শুরু হবে। যেগুলো নতুন কোনো এরিয়াতে বেশি প্রভাব বিস্তার করবে। অতীতে আমরা মার্চ মাসে তীব্র গরম পরিস্থিতি রেকর্ড করেছি। যেহেতু জানুয়ারিতে ওয়ার্ম উইন্টার পার করেছি, সেহেতু মার্চের শেষে তীব্র গরম পড়ার সম্ভবনা রয়েছে।’