• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

নাগরিকের তথ্য সংগ্রহে হচ্ছে এনপিআর: বিবিএস সচিব

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

নাগরিকের সব তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য নাগরিক ডাটাবেজ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ডাটাবেজটির নাম দেওয়া হয়েছে ‘ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার-এনপিআর’।

বর্তমানে পলিসি লেবেলে এনপিআরের কাজ চলছে বলে জানিয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘মহামারি চলাকালে ডাটাচালিত নীতি তৈরি: অভিজ্ঞতাকে এগিয়ে নেওয়া’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, এনপিআরে একজন নাগরিকের ৩৩ ধরনের তথ্য থাকবে। এরমধ্যে অন্যতম হলো— ব্যক্তির নাম, এনআইডি, পাসপোর্ট, জন্মনিবন্ধন, মোবাইল নম্বর, ইমেইল, জরুরি নম্বর, পিতা-মাতার নাম, স্ত্রী/স্বামীর নাম, বসতবাড়ি, জন্মতারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, জন্মস্থান, জাতীয়তা, ধর্ম, রক্তের গ্রুপ, রেসিডেন্স স্ট্যাটাস, বর্তমান ঠিকানা, বাড়ির ধরন, পানির উৎস/স্যানিটেশন/আলোর উৎস, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, নাগরিকত্ব, কান্ট্রি মাইগ্রেশন, করোনিক ডিজিস, জেনেটিক ডিজিস প্রভৃতি।

একজন নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের তথ্য থাকবে। এই তথ্য ভোটারের জন্য নির্বাচন কমিশনও ব্যবহার করতে পারবে। মানুষের মৃত্যু হলেও হাজার বছর তার তথ্য সংরক্ষিত থাকবে।

সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, ‘এনপিআর নিয়ে আমরা কাজ করছি। এ জন্য প্রাথমিক পদক্ষেপ নিয়েছি। এনপিআর আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য অনেক প্রয়োজন।’

jagonews24

ডাটা সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে কাজ করছে। বাংলাদেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব অনেক। নানান জরিপ ও শুমারি পরিচালনা করে আসছে বিবিএস। ফলে সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে। দেশে-বিদেশে বিবিএস ডাটার অনেক সুনাম রয়েছে।

সচিব বলেন, দেশ ও জাতির কল্যাণে আমরা কোয়ালিটিফুল ডাটা সার্ভ করবো। সরকার কোয়ালিটিফুল ডাটা দিতে বদ্ধ পরিকর। ডাটা নিয়ে গ্রামের মানুষের কথা বলতে চাই। আমরা চেষ্টা করছি, সঠিক ডাটা সরবারহ করার জন্য। আমরা নানা ইস্যুতে গবেষণা করেো। এটা শুরু হলো মাত্র। সাধারণ মানুষ থেকে শুরু করে সবার জন্য কোয়ালিটি ডাটা সরবরাহ করবো।’

বিবিএস মহাপরিচালক তাজুল ইসলাম বলেন, জাতীয় ও আন্তর্জাতিক খাতে অবদানের জন্য বিবিএস মানসম্মত ডাটা সাপোর্ট দিচ্ছে। সরকার ও আন্তর্জাতিক সংস্থায় বিবিএসের ডাটা ব্যবহার হচ্ছে। বিবিএস টেলিফোন নিয়ে সার্ভে করবে। মূলত করোনা সংকটের কারণেই এই ডাটা সংগ্রহ করা হবে। করোনাকালে দ্রুত সময়ে দরিদ্রের তারিকা করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সব সময় কোয়ালিটিফুল ডাটা সংগ্রহের জন্য জোর দিচ্ছে। অষ্টম ও পঞ্চম বার্ষিকি পরিকল্পনা বাস্তবায়নে ডাটা সংগ্রহে কাজ করেছে বিবিএস। ডাটা সরবরাহ করেও বাজেট প্রণয়নে বিবিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি ও গড় আয়ুর ডাটা বিবিএস সরবরাহ করে থাকে।’

সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য দেবপ্রিয় বলেন, ‘অনেক সময় ডাটা সরবরাহে কারিগরি সমস্যা আছে। ডাটা সরবরাহে নানা সমস্যা দেখা যায়। সঠিক ডাটা সরবরাহে নানান দিক চিন্তাও করা হয়। অনেক সময় সঠিক ডাটা সরবরাহে ভিত্তিও থাকতে পারে। রজানীতিবিদের রাজনৈতিক বক্তব্য না মিললে সঠিক ডাটা আলোরমুখ দেখে না।’

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নেন।