• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ জুলাই ২০২২  

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে রেলওয়ের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে তারা টঙ্গী রেল স্টেশন অবরোধ করে। এরপর রেলপথে সারাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা।

তবে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এরপরই সারাদেশের সঙ্গে রেল যোগযোগ স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, ছাঁটাই না করার দাবিতে রেলওয়ে আউটসোর্সিং কর্মীরা টঙ্গী রেলস্টেশন অবরোধ করে। আজ সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে টঙ্গী স্টেশনে এই ঘটনা ঘটে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলে।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ টঙ্গী শাখার উদ্যোগে রেললাইনের ওপর মানববন্ধন হয়। এরপর রেলস্টেশন অবরোধ করে ট্রেন আটকে দেয়া হয়।

এতে সারা দেশের  সব ট্রেন আটকে যায়। আটকা পড়ে ঢাকাগামী ঢাকা কমিউটার জয়দেবপুর, ঢাকাগামী ব্রহ্মপুত্র জয়দেবপুর, জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস টঙ্গী, বিবাড়িয়াগামী তিতাস বিমানবন্দর আউটার, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দর, তারাকান্দিগামী অগ্নিবীণা তেজগাঁও, পঞ্চগড়গামী একতা ক্যান্টনমেন্ট, জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর, ঢাকাগামী হাওড় মশাখালী থ্রু পাস, ঢাকাগামী সুবর্ণ পুবাইল, ঢাকাগামী ভাওয়াল ধীরাশ্রম ঢাকাগামী বনলতা ধীরাশ্রম আউটার। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পর ১২টা ৪০ মিনিটে অবরোধ তুলে নিলে জামালপুর কমিউটার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।