• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

এডিস মশা নিয়ন্ত্রণে ঈদের পর ডিএনসিসি-রিহ্যাবের অভিযান

আলোকিত ভোলা

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে জন্ম নেয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা। এ মশা নিয়ন্ত্রণে ঈদের পর যৌথভাবে অভিযান পরিচালনা করবে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়া রিহ্যাব তার সদস্য প্রতিষ্ঠানগুলোকে ঈদের আগে বিনামূল্যে এডিশ মশা প্রতিরোধক নোভালিউরন ট্যাবলেট বিতরণ করবে।

সোমবার (৪ জুলাই) গুলশান নগর ভবনে ডিএনসিসি ও রিহ্যাবের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, রিহ্যাব প্রেসিডেন্ট আলগমীর শামসুল আলামিন (কাজল), ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানাসহ ডিএনসিসির বিভিন্ন জোনের শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, আগে নির্মাণাধীন ভবনে ব্যাপক মাত্রায় ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়া যেত। নির্মাণপ্রকল্পগুলোর ভবনে আগে যেখানে ৬৫-৭০ শতাংশ লার্ভার অস্তিত্ব দেখা যেত ডিএনসিসির সহায়তা ও রিহ্যাব সদস্যদের ফলপ্রসূ কার্যক্রমের কারণে সেটি কমে ৩-৪ শতাংশ নেমে এসেছে। এটি শূন্য শতাংশে নামিয়ে আনতে হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মেয়র আতিকুল ইসলাম। ড্রোন দিয়ে বাড়ির ছাদে মশার লার্ভা শনাক্তের কথা জানান তিনি। ঈদে নগরবাসীকে মশা নিয়ন্ত্রণে সহযোগিতা এবং সতর্ক হওয়ারও আহ্বান জানান মেয়র। সচেতনতা বাড়াতে নির্মাণাধীন ভবনে এডিশ মশাবিরোধী ব্যানার প্রদর্শনেরও পরামর্শ দেন তিনি।

মতবিনিময় সভায় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এডিস মশা নিয়ন্ত্রণে রিহ্যাবের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, সামাজিক দায়িত্ব হিসেবে আমরা সদস্যদের অব্যাহতভাবে এসএমএস, চিঠি, শোভাযাত্রা এবং মতবিনিময় সভার মাধ্যমে সচেতন করে তুলেছি। এতে নির্মাণাধীন ভবনে বর্তমানে কমে ৩-৪ শতাংশ ভবনে লার্ভা পাওয়া যাচ্ছে।

রিহ্যাব সদস্যদের জনসচেতনার কারণে এটা সম্ভব হয়েছে বলে মনে করেন রিহ্যাব প্রেসিডেন্ট। রিহ্যাব ও ডিএনসিসি একসঙ্গে কাজ করে এটা শূন্যে নামিয়ে আনার উদ্যোগের কথা বলেন তিনি।

সভায় ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়, এডিস মশা ডিম পাড়ে ভূমির সঙ্গে সংযুক্ত নয় এমন পানিতে। এ জন্য তিন দিনের বেশি কোথাও যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়ির ছাদ, বেজমেন্ট, টব, সোলার প্যানের নিচে, ওয়াসার পানির মিটারসংলগ্ন স্থানসহ মশা বিস্তারের জায়গায় কেরোসিন তেল, পোড়া মবিল অথবা এডিশ মশা প্রতিরোধক নোভালিউরন ট্যাবলেট প্রয়োগ করতে হবে। এ মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির পক্ষ থেকে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বাড়ানো ও নতুন মেশিনক্রয়সহ ব্যাপক উদ্যোগের কথা জানানো হয়।