• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে এলো ৫ অত্যাধুনিক ক্রেন

আলোকিত ভোলা

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

পণ্য খালাসে গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরের অপারেশনে যুক্ত হলো নতুন আরও পাঁচটি অত্যাধুনিক ক্রেন। এরমধ্যে দুটি কী গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) ও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি)। পাঁচটি ক্রেনই এসেছে চীন থেকে।

সোমবার (৪ জুলাই) দুপুরে এসব যন্ত্র নিয়ে আসা ‘এমভি জিন চেন হায় ইয়াং’ নামের জাহাজটি বিশেষ ব্যবস্থায় বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর জেটিতে পৌঁছেছে।

হ্যাভি লোড কেরিয়ার জাহাজটি বন্দরে প্রবেশের সময় বন্দর চ্যানেল দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। নতুন আসা দুটি কিউজিসি অপারেশনে যুক্ত হলে বন্দরের এনসিটি ও সিসিটিতে কী গ্যান্ট্রি ক্রেনের সংখ্যা দাঁড়াবে ১৮টিতে। এতে বন্দরের গতিশীলতা বাড়বে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, দুটি কিউজিসি এবং তিনটি আরটিজি ক্রেন নিয়ে আসা জাহাজটি বন্দরে এনসিটি-৫ এ বার্থিং করা হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিশেষায়িত যন্ত্র পাঁচটি চীন থেকে এসেছে। নতুন যন্ত্র পাঁচটি জাহাজ থেকে জেটিতে খালাস করা হবে। এরপর ইনস্টলেশন ও ট্রায়াল শেষে দ্রুত এগুলোকে অপারেশনাল কাজে ব্যবহার করা হবে।

jagonews24

আধুনিক হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংযোজনের ফলে বন্দরের সক্ষমতা বাড়বে বলে মনে করেন বন্দর সচিব।

তিনি বলেন, এ পাঁচটি ক্রেন যুক্ত হলে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও গতি পাবে। আরও দ্রুত ও নিরাপদে কন্টেইনার হ্যান্ডলিং সম্ভব হবে। তাছাড়া কন্টেইনারবাহী জাহাজ হ্যান্ডলিংয়ে সময় আগের চেয়ে কম লাগবে। এতে বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের সুনাম আরও বাড়বে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, কিউজিসি দুটি আনা হয়েছে বন্দরের এনসিটি টার্মিনালের জন্য। বর্তমানে ১৮টি কিউজিসির মধ্যে এনসিটিতে ১৪টি এবং সিসিটিতে অপারেশনে ব্যবহৃত হবে ৪টি। তাছাড়া নতুন তিনটি আরটিজি যুক্ত হলে এনসিটি ও সিসিটিতে আরটিজির সংখ্যা দাঁড়াবে ৪৫টিতে।

গত ৭ মে ‘জেন হুয়া-১২’ নামের আরেকটি হ্যাভি লোড কেরিয়ার জাহাজে করে দুটি কিউজিসি ও তিনটি আরটিজি আনা হয়েছিল। ওই যন্ত্রগুলোও আনা হয় চীন থেকে। এসব যন্ত্র এরইমধ্যে অপারেশনে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।