• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে আজ (রোববার) টুঙ্গিপাড়া যাচ্ছেন  রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানাবে।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাতে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে ফাতেহা পাঠ করবেন তিনি।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এসএম খুরশিদ উল আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানানো হয়,  রোববার (১৭ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গার্ড অব অনার’ প্রদান করবে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে সেখানে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এরপর বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এছাড়া জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, রাষ্ট্রপতি সমাধিসৌধে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানাবেন।

রোববার জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন সারাদেশে পালিত হবে।