• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্নীতিবাজদের বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে: দুদক কমিশনার

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, দুর্নীতি দমন কিংবা প্রতিরোধে প্রশিক্ষণের গুরুত্ব অনেক। দুর্নীতি প্রতিরোধেও প্রতিরোধ কমিটিগুলোর দায়িত্ব অনেক। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) এ কে এম সোহেল মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. মাহমুদ হাসান।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছাদাতের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রামের ১৫ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে দেশ পাল্টে যাবে। ভালো কাজ করতে গেলে প্রতিরোধ আসবে। বাঁধা ডিঙিয়ে দেশ গড়ার কাজে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।