• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার জন্য রাখি পাঠালো পশ্চিমবঙ্গ সরকার

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২  

বৃহস্পতিবার(১১ আগস্ট) বাঙালির রাখিবন্ধন উৎসব। বাংলার এই বিশেষ উৎসবে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ পুরসভার পক্ষ থেকে বুধবার(১০ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে কচুরিপানার তৈরি রাখি ও মিষ্টি তুলে দেওয়া হয় বাংলাদেশের সংসদ সদস্য শেখ আফিলউদ্দিন হাতে।

এই বিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, এই বছর বনগাঁ পুরসভার পক্ষ থেকে আমেরিকা, জার্মান, কানাডা ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের কাছে রাখি পাঠানো হয়েছে। সেজন্য পেট্রাপোল সীমান্তে এসে বাংলাদেশের সংসদ সদস্যের হাতে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য রাখি ও মিষ্টি তুলে দিলাম।

শেখ আফিল উদ্দিন জানান, একটা চমৎকার দিনে আপনারা একটি চমৎকার উপহার আমাদেরকে দিলেন। আমি এই রাখি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেব। আসলে রাখি দিয়েই আমাদের দুই বাংলার বন্ধন শেষ হয় না। দুই দেশের বন্ধন রাখিবন্ধনের মধ্যদিয়ে আরও  শক্তিশালী হলো।

বনগাঁ পুরসভা এখন আর উত্তর ২৪ পরগনার জেলার মধ্যে পরে না। সম্প্রতি রাজ্যের ছটি জেলা বাড়াতেই বনগাঁ অঞ্চল ইছমতী জেলার অন্তর্গত হয়েছে। সেই ইছামতি নদীর কচুরিপানা দিয়ে রাখি তৈরির পরিকল্পনা আগেই নিয়েছিল বনগাঁ পুরসভা।

গোপাল শেঠ আরও জানান, দুই বাংলার একদিকে মমতা ব্যানার্জি, অন্যদিকে শেখ হাসিনা। সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি বজায় রাখা আমাদের দুই দেশের মূল উদ্দেশ্য।  বাংলাদেশের সঙ্গে আমাদের যে মৈত্রী, ভালোবাসার সম্পর্ক এটা সমগ্র বিশ্ব জানে। সেই ভালোবাসাই ছড়িয়ে দেওয়া হলো।

এদিন সীমান্তরক্ষী বিএসএফ-এর সদস্যদেরও হাতেও রাখি পরিয়ে দেন গোপাল শেঠ। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুষ্ঠান না থাকলেও বিষয়টি জানেন বলে এদিন জানান বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।