• সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন : প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে

৬০ নয়, ৩০ টাকায় চড়া যাবে মেট্রোরেলে

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

ঢাকার প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিক যাত্রা করেছে। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে। পৌনে ১২ কিলোমিটার এই পথ পাড়ি দিতে মেট্রোরেলের সময় লাগে ১০ মিনিট ১০ সেকেন্ড।

তবে এই পথে চড়তে ৬০ টাকা গুনতে হতো যাত্রীদের। রুটের দুই প্রান্তে দুই স্টেশন চালু করার মাধ্যমে ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে ৬০ টাকা খরচ হতো যাত্রীদের। ৬০ টাকার কমে মেট্রোরেল ভ্রমণ করা যেত না। তবে বুধবার (২৫ জানুয়ারি) সবার জন্য খুলে যাচ্ছে রাজধানীর পল্লবী স্টেশনের দুয়ার।

স্টেশনটি আগারগাঁও ও উত্তরা উত্তর স্টেশনের মাঝখানে। ফলে এখন থেকে কোনো যাত্রী উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ভ্রমণ করতে চাইলে ৩০ টাকা দিয়ে ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে কেউ পল্লবী থেকে আগারগাঁও স্টেশনে ভ্রমণ করতে চাইলে ৩০ টাকা খরচ করে ভ্রমণ করতে পারবেন বলে জানায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ডিএমটিসিএল এর চার্ট অনুযায়ী উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টার স্টেশনের ভাড়া ২০ টাকা। উত্তরা উত্তর থেকে উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়াও ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে উত্তরা উত্তর থেকে পল্লবী স্টেশন পর্যন্ত ভাড়া ধরা হয়েছে ৩০ টাকা। এছাড়া একই পরিমাণ ভাড়া দিয়ে মিরপুর ১১ নম্বর স্টেশন পর্যন্ত ভ্রমণ করা যাবে। তবে উত্তরা উত্তর থেকে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন পর্যন্ত ভ্রমণে গুনতে হবে ৪০ টাকা।

উত্তরা উত্তর থেকে শেওড়াপাড়া পর্যন্ত ৫০ ও আগারগাঁও পর্যন্ত ৬০ টাকা গুনতে হবে। যদিও এখন উত্তরা ও আগারগাঁও স্টেশন খুলে দেওয়া হয়েছে। ফলে ৬০ টাকা ভাড়া গুনতে হয়। বুধবার(২৫ জানুয়ারি) পল্লবী স্টেশন খুলে দেওয়া হবে। আগারগাঁও থেকে পল্লবী ৩০ টাকা একইভাবে উত্তরা উত্তর থেকে পল্লবীর ভাড়াও ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভাড়া নির্ধারণ প্রসঙ্গে ডিএমটিসিএল-এর এক ঊর্ধতন কর্মকর্তা বলেন, পূর্ব নির্ধারিত চার্ট দেখেই ভাড়া নেওয়া হবে। ফলে উত্তরা উত্তরা থেকে পল্লবীর যে ভাড়া তাই নেওয়া হবে। একইভাবে আগারগাঁও থেকে পল্লবীর যে ভাড়া তাই নির্ধারণ করা হবে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে স্টেশন রয়েছে মোট নয়টি। এর মধ্যে রয়েছে- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।