• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে শ্রমিকবান্ধব কর্মপরিবেশের প্রত্যাশা সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে চা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বিশ্বে আরও দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক গভীর করবো আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না: প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী

ঈদ-নববর্ষে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

বাংলা নববর্ষ ও ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার সুস্পষ্ট তথ্য নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। তবুও যেকোনো হুমকি কিংবা হামলা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এরই মধ্যে সারাদেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, সংগ্রহ করা হচ্ছে তথ্য। দেশবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জানা গেছে, অতীতের বিভিন্ন ঘটনার আমলে নিয়ে যেকোনো বিশৃঙ্খলা ভেস্তে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। উৎসবকে কেন্দ্র করে কোনো জঙ্গিগোষ্ঠীকে অপ-তৎপরতার সুযোগ না দিতে মাঠে রয়েছেন তারা। এছাড়া এবার রমজানের মধ্যেই উদযাপন হবে বাংলা নববর্ষ। এসব বিষয় মাথায় রেখে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে পরিকল্পনা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ জন সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাকিদের ধরতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, জঙ্গিরা যেন দেশের কোথাও কোনো অপ-তৎপরতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের কার্যক্রম চলছে। আটককৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। এছাড়া যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আমাদের গোপন নজরদারি চলছে।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, জঙ্গিদের কর্মকাণ্ডের বিষয়ে আমাদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ঈদ কিংবা বাংলা নববর্ষের উৎসবে জঙ্গিদের হামলা চালানোর সক্ষমতা নেই। কোনো ধরনের অপ-তৎপরতার আশঙ্কা দেখা দিলেই আমরা তা ভেস্তে দিতে প্রস্তুত রয়েছি।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বাংলা নববর্ষ ও ঈদকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তাই বলে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গি সংগঠন ও বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠীকে আমরা কঠোর মনিটরিংয়ে রেখেছি। কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা দেখা দিলে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছি।