• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার

ঢাকার পাঁচ আসনে ২০ জনের প্রার্থিতা বাতিল

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শেষ হচ্ছে মনোনয়ন পত্র বাছাই প্রক্রিয়া। সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে চলছে মনোনয়ন বাছাই প্রক্রিয়া। ইতিমধ্যে ঢাকা-৪ ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৭ ও ঢাকা-৮ আসনের বৈধ ও অবৈধ মনোনয়ন প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। এই পাঁচটি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে ২০টি।

সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাইবাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

ঢাকা-৪ আসন থেকে দাখিল করা ১৪টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৪ জন। এ আসনে ঋণ খেলাপির দায়ে বাদ পড়েছেন মোশাররফ হোসেন, মো. আলম, কবির হোসেন। এছাড়া সমর্থকদের স্বাক্ষরে গোলমাল থাকায় আওলাদ হোসেনের মনোননয়নপত্র বাতিল করা হয়েছে।

ঢাকা-৫ আসন থেকে দাখিলকৃত ২২টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৯ জন প্রার্থী। বৈধ হিসেবে বিবেচিত হয়েছে ১০ প্রার্থী। এছাড়া ৩ জনের মনোনয়নে কিছু অসংগতি থাকার কারণে দুই ঘণ্টার জন্য সময় দেওয়া হয়েছে।

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইদ খোকন, জাতীয় পার্টির (জেপি) প্রার্থী নাজমুল হুদা, জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী কাজী ফিরোজ রশীদ, জাকের পার্টির প্রার্থী তরিকুল ইসলামের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহানা সাইদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

ঢাকা-৭ আসনে জাকের পার্টির বিপ্লব চন্দ্র বণিক, আওয়ামী লীগের মো. সোলায়মান সেলিম, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, জাসদের মো. ইদ্রিস বেপারি ও মুক্তিজোটের প্রার্থী নূরজাহান বেগমের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এছাড়া ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৫ জনের মধ্যে ১১ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে। বিপরীতে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।