• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

৪১তম বিসিএসের নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ হতে পারে আজ

আলোকিত ভোলা

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩  

৪১তম বিসিএসে নন-ক্যাডারের শূন্যপদে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে আজ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে এ সুপারিশের তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র। তবে ঠিক কতটি পদে এ সুপারিশ করা হতে পারে, তা এখনো সিদ্ধান্ত হয়নি।

পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন পরিচালক বলেন, ‘যাচাই-বাছাইয়ের কাজ তো শেষ। আজ (বৃহস্পতিবার) বিকেলে চূড়ান্ত সুপারিশ হতে পারে। এটা আজকেই হবে নাকি রোববার (১০ ডিসেম্বর) হবে, সেটা পিএসসির চেয়ারম্যান ও সদস্যরা ঠিক করেন। ওনারা বললে আজই চূড়ান্ত সুপারিশ সম্ভব।’

জানা গেছে, ৪১তম বিসিএসে নন-ক্যাডারের চার হাজার ৫৩টি পদে পছন্দক্রম চেয়েছিল পিএসসি। গত ২৩ নভেম্বর পছন্দক্রমের আবেদন শুরু হয়। শেষ হয় ২৮ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে আট হাজারের বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

এদিকে, ৪১তম বিসিএসের নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশের মাধ্যমে এ বিসিএসের কাজ শেষ করবে পিএসসি। এরপর ৪৩তম বিসিএসসহ অন্য বিসিএসগুলোর কার্যক্রম আরও গতি পাবে।

গত ৬ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ৪১তম বিসিএসে দুই হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি।

অন্যদিকে নন-ক্যাডারে নয় হাজার ৮২১ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়। তারা নন–ক্যাডারের চাকরির জন্য আবেদন করেছেন। সেগুলোই যাচাই–বাছাই করে চূড়ান্ত সুপারিশের জন্য প্রস্তুত করেছে পিএসসি।