• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট সদা সচেষ্ট : বিচারপতি

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার রক্ষার যে মূলমন্ত্র সংবিধানে অনুরণিত হয়েছে, স্বাধীন বাংলাদেশে তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সদা সচেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে।

সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ‘এনফোর্সমেন্ট অব ফান্ডামেন্টাল রাইটস বাই অ্যান্ড অ্যাগনেইস্ট প্রাইভেটস কোম্পানিজ’ শিরোনামে সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকোর্টের তিনটি আলোচিত রায়ের সমন্বয়ে প্রকাশিত সংকলন গ্রন্থটি সম্পাদনা করেছেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম নীলিম।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমাদের সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি এবং বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা এবং মৌলিক অধিকার প্রয়োগের ক্ষমতা বাংলাদেশের বিচার বিভাগকে মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধানে গভীরভাবে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম করেছে। বিচার বিভাগের সক্রিয়তার কারণে আমাদের দেশে, সমাজে ইতিবাচক পরিবর্তনসহ, পরিবেশ রক্ষা এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলোর মধ্যে যথাযথ নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখা ইত্যাদি বিষয় বাংলাদেশের সংবিধানিক পরিকাঠামোর সুসংহতরূপে নিশ্চিত হয়েছে। এছাড়া বিচার বিভাগের ইতিবাচক মনোভাব দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

এতে বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, দেওয়ানি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম। উপস্থিত ছিলেন সংকলন গ্রন্থে স্থান পাওয়া তিনটি রায় প্রদানকারী বিচারপতি আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল। এছাড়া বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি মো. বশির উল্লাহ, ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলামের সহধর্মিনী মাহমুদা আহমেদ নীলা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার উপমা বিশ্বাস ও অ্যাডভোকেট জোসনা পারভীন।