• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে শ্রমিকবান্ধব কর্মপরিবেশের প্রত্যাশা সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে চা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বিশ্বে আরও দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক গভীর করবো আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না: প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী

মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট সদা সচেষ্ট : বিচারপতি

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার রক্ষার যে মূলমন্ত্র সংবিধানে অনুরণিত হয়েছে, স্বাধীন বাংলাদেশে তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সদা সচেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে।

সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ‘এনফোর্সমেন্ট অব ফান্ডামেন্টাল রাইটস বাই অ্যান্ড অ্যাগনেইস্ট প্রাইভেটস কোম্পানিজ’ শিরোনামে সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকোর্টের তিনটি আলোচিত রায়ের সমন্বয়ে প্রকাশিত সংকলন গ্রন্থটি সম্পাদনা করেছেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম নীলিম।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমাদের সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি এবং বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা এবং মৌলিক অধিকার প্রয়োগের ক্ষমতা বাংলাদেশের বিচার বিভাগকে মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধানে গভীরভাবে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম করেছে। বিচার বিভাগের সক্রিয়তার কারণে আমাদের দেশে, সমাজে ইতিবাচক পরিবর্তনসহ, পরিবেশ রক্ষা এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলোর মধ্যে যথাযথ নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখা ইত্যাদি বিষয় বাংলাদেশের সংবিধানিক পরিকাঠামোর সুসংহতরূপে নিশ্চিত হয়েছে। এছাড়া বিচার বিভাগের ইতিবাচক মনোভাব দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

এতে বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, দেওয়ানি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম। উপস্থিত ছিলেন সংকলন গ্রন্থে স্থান পাওয়া তিনটি রায় প্রদানকারী বিচারপতি আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল। এছাড়া বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি মো. বশির উল্লাহ, ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলামের সহধর্মিনী মাহমুদা আহমেদ নীলা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার উপমা বিশ্বাস ও অ্যাডভোকেট জোসনা পারভীন।