• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩  

স্বামীকে গলা টিপে শ্বাসরোধে হত্যার ঘটনার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শরীফুর রহমানের আদালত এ রায় দেন।

দণ্ডিত মিনু আক্তার (২৯) পটিয়ার কুসুমপুরা এলাকার সৈয়দ আহমদের মেয়ে।

মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, ২০১৩ সালের ২ ডিসেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় স্বামী আবদুর রহিমকে গলা টিপে খুন করেন মিনু আক্তার। কিন্তু মিনু পুলিশকে জানান তিনি তার স্বামীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে ময়নাতদন্ত রিপোর্টে রহিমকে গলা টিপে খুন করা হয়েছে বলে জানানো হয়। ২০১৪ সালের ১৮ জানুয়ারি স্বামী খুনের দায়ে স্ত্রী মিনু আক্তারকে আসামি করে মামলা করে পটিয়া থানা পুলিশ। ২০১৪ সালের ২০ মার্চ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৫ সালের ২৫ মার্চ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ট্রাইবুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জ্ঞানতোষ চৌধুরী জানান, স্বামীকে গলা টিপে শ্বাসরোধ করে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত আসামিকে ২০ হাজার অর্থদন্ডসহ অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেন। মোট ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।