• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উচ্চ বেতনের প্রলোভনে দুবাইয়ে নারী পাচার করত তারা

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১  

দুবাইয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতনে সহজ-সরল ও সুন্দরী নারীদের চাকরির প্রলোভন দেখাত একটি চক্র। রাজি হলে উল্টো চক্রের সদস্যরাই নিজ খরচে পাসপোর্ট ও ভিসা করে নারীদেরকে দুবাইয়ে নিয়ে যেত। তবে শর্ত থাকতো, পরিবারের সদ্যদের কাছে বিষয়টি গোপন রাখতে হবে। দুবাইয়ে গিয়ে এসব নারীকে জোড়পূর্বক অসামাজিক কাজ করতে বাধ্য করে চক্রটি। এ চক্রের চার সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে র‍্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস এসব তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর ডেমরা, কেরানীগঞ্জ ও ঢাকার মানিকগঞ্জ এলাকা থেকে নারী পাচারকারী চক্রের এই চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মোছা. শামীমা আক্তার (২১), শংকর বিশ্বাস (২৫), শেখ হানিফ মিয়া (২৮) ও মো. জুয়েল হোসাইন (২৯)। তাদের কাছ থেকে মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়। তবে চক্রের মূলহোতা রয়েছে দুবাইয়ে। তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতেও কাজ করছে র‍্যাব।

তিনি বলেন, ‘এক ভিক্টিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের প্রেক্ষিতে রোববার (২ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীমা আক্তার ভিক্টিমের বান্ধবী। শামীমার সঙ্গে দুবাই প্রবাসী অপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব ছিল। অপু চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে বেড়াতে এলে সুমাইয়া (ছদ্মনাম) ও শামীমার সঙ্গে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় দেখা করে। অপু তখন ভিক্টিমকে দুবাই শপিংমলে ৫০ হাজার টাকা বেতনে চাকরির প্রলোভন দেখান। অপুর প্রস্তাবে সুমাইয়া রাজি হলে অপু ভিক্টিমকে তার পরিবারের সদস্যদের কাছে বিষয়টি গোপন রাখতে বলেন।’

এই কর্মকর্তা বলেন, ‘শামীমা গোপনে সুমাইয়ার পাসপোর্ট তৈরি করে দেন। এরপর অপু নারী পাচার চক্রের মূলহোতা দুবাই প্রবাসী মো. কামাল হোসাইনের (৩৮) মোবাইল নম্বর ভিক্টিম সুমাইয়াকে দেন। কামাল সুমাইয়াকে রাজধানীর পল্টন মেসার্স মেহরাব এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্টের টিকিট ম্যানেজার শেখ হানিফ মিয়ার (২৮) কাছে পাসপোর্ট জমা দিতে বলেন।’

তিনি বলেন, ‘গ্রেফতার জুয়েল হোসাইন দুবাই প্রবাসী। তিনি শেখ হানিফ মিয়ার ঘনিষ্ট বন্ধু। দুবাই প্রবাসী চক্রের মূলহোতা কামাল জুয়েলেরও ঘনিষ্ট বন্ধু। ঘটনার সময় জুয়েল দুবাই ছিলেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে আসেন। কামাল দুবাই থেকে জুয়েলের মাধ্যমে সুমাইয়ার দুবাই যাওয়ার খরচ বাবদ এক লাখ ৩০ হাজার টাকা হানিফের কাছে পাঠান। হানিফ ও তার কর্মচারী গ্রেফতার শংকর সুমাইয়ার তিন মাস মেয়াদি দুবাইয়ের টুরিস্ট ভিসা এবং বিমানের টিকিট করে দেন।’

অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস বলেন, ‘এরপর কামাল সুমাইয়াকে জানান তার ভিসা ও টিকিট তৈরি হয়ে গেছে এবং ২৮ এপ্রিল দুপুরে হানিফের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ভিক্টিম তার মা ও বোনকে কিছু না জানিয়ে গত ৩০ এপ্রিল রাতে দুবাইয়ের উদ্দেশে রওনা করেন। দুবাই বিমানবন্দরে পৌঁছলে কামাল সুমাইয়াকে তার বাসায় নিয়ে যান এবং তার পাসপোর্ট কেড়ে নেন। এরপর কামাল ভিক্টিমকে জোড়পূর্বক অসামাজিক কাজ করতে বাধ্য করেন।’

তিনি বলেন, ‘ওই কাজে সুমাইয়া রাজি না হলে তার ওপর শারীরিক নির্যাতন করে। ভিক্টিম শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে তার মায়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে তাকে উদ্ধারের আকুতি জানান। এরপর সুমাইয়ার মা র‍্যাব-৩ এ তার মেয়েকে উদ্ধারের জন্য অভিযোগ জানান। ভিক্টিম জানান, ওই চক্রের মূলহোতা কামাল ২২ বছর ধরে দুবাইয়ে বসবাস করেন। সুমাইয়া নামে দুবাইয়ে এক নারী সহযোগী রয়েছে কামালের।’

বীণা রাণী দাস আরও বলেন, ‘অপু প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে তোলেন। এরপর তাদেরকে উচ্চ বেতনে দুবাইয়ে চাকরির প্রলোভন দেখান। ওই প্রলোভনে রাজি হলে কামাল নিজ খরচে বিভিন্ন মেয়েদের টুরিস্ট ভিসায় দুবাই নিয়ে অসামাজিক কাজ করতে বাধ্য করেন। বর্তমানে সুমাইয়ার সঙ্গে তার মা যোগাযোগ করতে পারছেন না। গ্রেফতারকৃতদের নামে পল্টন থানায় মামলা দায়ের হয়েছে।’