• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অবৈধভাবে ঢুকল ৩ নাইজেরিয়ান নাগরিক, ভৈরবে আটক

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

কিশোরগঞ্জের ভৈরব থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি ও ইউএস ডলারসহ তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার (২৮ জুন) রাত দেড়টার দিকে পৌর শহরের নাটালের মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ড্যানি জোসেফ সিমন (৪০), ক্যান্তি অনগ্রো অবি (৬০) ও হ্যানরি ওগহেনওভো ইসিরি (৬১)।

র‌্যাব-১৪ সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তিনজন নাইজেরিয়ান নাগরিক সিলেট সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা প্রাইভেটকার ভাড়া করে ঢাকা উদ্দেশে রওনা হয়েছে। সেই তথ্যর ভিত্তিতে ভৈরব পৌর শহরের নাটল মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদকালে তারা নিজেদের নাইজেরিয়ান নাগরিক বলে দাবি করে এবং তাদের কাছে থাকা পাসপোর্ট দেখান।

তাদের কাছে থাকা পাসপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, তাদের ভারতে প্রবেশের ভিসা রয়েছে কিন্তু বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র নেই। এ সময় তাদের কাছ থেকে চারটি নাইজেরিয়ান পাসপোর্ট, ২ হাজার ৭২০ ইউএস ডলার, ২ লাখ ৬৯ হাজার ৯০০ ভারতীয় রুপি, ৩৫০ নাইজেরিয়ান নাইরা, ৮ হাজার বাংলাদেশি টাকা ও ১১টি মোবাইল ফোন সিমকার্ডসহ উদ্ধার করা হয়। 

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ পথে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল পরিমাণ ডলার, রুপি, নাইরা ও টাকাসহ বাংলাদেশে প্রবেশ করে দেশের প্রচলিত আইন লঙ্ঘন করেছেন। তাই তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।