• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে শ্রমিকবান্ধব কর্মপরিবেশের প্রত্যাশা সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে চা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বিশ্বে আরও দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক গভীর করবো আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না: প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীকে যৌন নিপীড়ন-অপহরণ চেষ্টায় শিক্ষক গ্রেফতার

আলোকিত ভোলা

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন ও অপহরণের চেষ্টার অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষক রিপন মিয়া নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের হোসেন মিয়ার ছেলে। তিনি একই ইউনিয়নের দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, স্থানীয় অষ্টম শ্রেণি পড়ুয়া ঐ ছাত্রীর স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন শিক্ষক রিপন মিয়া। বিষয়টি ঐ ছাত্রী পরিবারকে জানালে পরিবারের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রিপন মিয়াকে একাধিকবার সর্তক করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ঐ ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করেন।

শনিবার সকালে ঐ ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় পথে ওতপেতে থাকা রিপন মিয়া জোর করে তাকে সিএনজিতে তুলে নেয়ার চেষ্টা করেন। এ সময় ঐ ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজনসহ তার সহপাঠীরা এগিয়ে এসে বাধা দিলে তাকে ফেলে পালিয়ে যান রিপন মিয়া। এ ঘটনায় শনিবার রাতে ঐ শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ।

দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল কাজী খলিলুর রহমান বলেন, এর আগেও রিপন মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় তাকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর শনিবার রাতে যৌন নিপীড়ন ও অপহরণের চেষ্টার অভিযোগ এনে ভুক্তভোগী ছাত্রীর মা ঐ শিক্ষককে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় শনিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।