• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৪ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে

এনএসআই’র সহকারী পরিচালক পরিচয় দিয়ে খেলেন ধরা

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এনএসআই’র সহকারী পরিচালক পরিচয়দানকারী রোমান হোসেন (২৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে বিজিবি। রোমান হোসেন নড়াইল জেলার লোহাগড়া থানার চাচাই ধানাইড় গ্রামের কায়েম শেখ ও আনজুয়ারা বেগমের ছেলে। 

গত কয়েকদিন ধরে কলারোয়া পৌর সদরের ১নং ওয়ার্ড তুলসীডাঙ্গা গ্রামের আনিছুর রহমানের বাড়িতে থেকে বিভিন্ন এলাকায় গিয়ে এনএসআই’র সহকারী পরিচালক পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি কলারোয়া থানার ওসির সঙ্গে পরিচয় দিয়ে বিভিন্ন তথ্য চান। ওসি কলারোয়া প্রথমে তার প্রতারণার কথা বুঝতে পারেননি। 

এরপরে বুধবার (১৮জানুয়ারি) বেলা সাড়ে ৩টার রোমান নিজেকে এনএসআই’র পরিচয় দিয়ে হিজলদী বিজিবি ক্যাম্পে যান। সেখানে সীমান্তের বিভিন্ন গোপন তথ্য জানতে চাইলে বিজিবি সদস্যদের মনে সন্দেহ জাগে। 

এরপরে বিজিবি ক্যাম্প থেকে সাতক্ষীরা জেলা এনএসআই অফিসে যোগাযোগ করা হলে তারা ভুয়া বলে জানান এবং আটক করে রাখার নির্দেশ দেন। পরে সাতক্ষীরা জেলা এনএসআই’র কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে কলারোয়া থানা পুলিশকে অবহিত করেন। 

পরে থানা পুলিশ ওই ভুয়া এনএসআইকে বিজিবি ক্যাম্প থেকে আটক করে থানায় নিয়ে আসে। এসময়ে তার কাছে এনএসআই’র সহকারী পরিচালক পরিচয় রোমান হোসেন নামে ব্যবহৃত একটি কার্ড পাওয়া গেছে। 

থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন, সে নিজেকে এনএসআই’র সহকারী পরিচালক পরিচয় দিয়ে তার কাছেও এসেছেন। হিজলদী বিজিবি তাকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। মামলার প্রস্তুতি চলছে।