• শনিবার   ২৫ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

বিমানবন্দরে চাকরির আড়ালে ইরানে মানবপাচার

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

মো. মাহামুদুল হাছান (২৭)। চাকরি করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসি সার্ভিসের। আর সিভিল এভিয়েশনে চাকরি করেন মো. জাহাঙ্গীর আলম বাদশা (৪১)। কিন্তু এই পেশার আড়ালে তারা দুজনে করেন মারাত্মক অপরাধ। সেটা মানবপাচার।

এজন্য তাদের একটা চক্র রয়েছে। এর কিছু সদস্য থাকেন দেশের বাইরে। আর হাছান ও বাদশা বাংলাদেশে থেকে মানবপাচারের প্রথম কাজটা করেন। এ জন্য বিদেশগামী ইচ্ছুকদের বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর লোভ দেখিয়ে প্রথমে ভ্রমণ ভিসায় দুবাই পাঠান। এ জন্য নেন অগ্রিম টাকা। দুবাইয়ে আবার তাদের সহযোগীরা থাকেন। সেখানে যাওয়ার পর, এই বিদেশগামীদের মারপিট করে তাদের কাগজপত্র কেড়ে নেন তারা। এরপর তুলে দেন ইরানী দালাল চক্রের হাতে।

রাজধানীর দক্ষিণখান থেকে মাহামুদুল হাছান ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারের পর সিআইডিকে এসব তথ্য জানান তারা। এর আগে তাদের আরেক সহযোগী আ. সালাম ওরফে সালামত উল্লাহকে (৩৪) গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, এই দালাল চক্রের সদস্যরা সমুদ্রপথে পাচার হওয়া মানুষদের ইরানে নিয়ে একই পন্থায় আটক রেখে মারপিট করেন। এরপর দেশে তাদের আত্মীয়-স্বজনকে মারধরের ছবি ও ভিডিও দেখিয়ে মুক্তিপণের টাকা দিতে বাধ্য করেন।

সিআইডি জানায়, গ্রেফতার মাহামুদুল হাছানের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরে, আর আলম বাদশার বাড়ি লালমনিরহাট সদরে।

গ্রেফতারদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে।