• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমানবন্দরে চাকরির আড়ালে ইরানে মানবপাচার

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

মো. মাহামুদুল হাছান (২৭)। চাকরি করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসি সার্ভিসের। আর সিভিল এভিয়েশনে চাকরি করেন মো. জাহাঙ্গীর আলম বাদশা (৪১)। কিন্তু এই পেশার আড়ালে তারা দুজনে করেন মারাত্মক অপরাধ। সেটা মানবপাচার।

এজন্য তাদের একটা চক্র রয়েছে। এর কিছু সদস্য থাকেন দেশের বাইরে। আর হাছান ও বাদশা বাংলাদেশে থেকে মানবপাচারের প্রথম কাজটা করেন। এ জন্য বিদেশগামী ইচ্ছুকদের বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর লোভ দেখিয়ে প্রথমে ভ্রমণ ভিসায় দুবাই পাঠান। এ জন্য নেন অগ্রিম টাকা। দুবাইয়ে আবার তাদের সহযোগীরা থাকেন। সেখানে যাওয়ার পর, এই বিদেশগামীদের মারপিট করে তাদের কাগজপত্র কেড়ে নেন তারা। এরপর তুলে দেন ইরানী দালাল চক্রের হাতে।

রাজধানীর দক্ষিণখান থেকে মাহামুদুল হাছান ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারের পর সিআইডিকে এসব তথ্য জানান তারা। এর আগে তাদের আরেক সহযোগী আ. সালাম ওরফে সালামত উল্লাহকে (৩৪) গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, এই দালাল চক্রের সদস্যরা সমুদ্রপথে পাচার হওয়া মানুষদের ইরানে নিয়ে একই পন্থায় আটক রেখে মারপিট করেন। এরপর দেশে তাদের আত্মীয়-স্বজনকে মারধরের ছবি ও ভিডিও দেখিয়ে মুক্তিপণের টাকা দিতে বাধ্য করেন।

সিআইডি জানায়, গ্রেফতার মাহামুদুল হাছানের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরে, আর আলম বাদশার বাড়ি লালমনিরহাট সদরে।

গ্রেফতারদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে।