• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

গোপনে জমি লিখে দিলেন দ্বিতীয় স্ত্রীকে, ঘুমের ওষুধ খাইয়ে রবিউলের গলা কেটে ৯৯৯-এ ফোন প্রথম স্ত্রীর

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

রবিউল আউয়াল তালুকদার। ঘরে স্ত্রী-সন্তান থাকার পড়েও তিন মাস আগে গোপনে এক নারীকে দ্বিতীয় বিয়েন তিনি। শুধু তাই নয়, প্রতারণা করে প্রথম স্ত্রী সাপিয়া বেগমের চার কাঠা জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেন। এ নিয়ে প্রথম স্ত্রী সাপিয়ার সঙ্গে স্বামী আউয়ালের মধ্যে কলহ চলছিল। এরই জেরে রোববার রাতে খাবারের সঙ্গে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান সাপিয়া। এরপর রাত ২টার দিকে হাত-পা বেঁধে আউয়ালকে গলা কেটে হত্যা করেন তিনি। পরে ৯৯৯- এ কল দিয়ে পুলিশকে খবর দেন স্ত্রী। 

ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুরে উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামে। এ ঘটনায় স্ত্রী সাপিয়া বেগমকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। 

নিহত আউয়াল তালুকদার পেশায় অটোবাইক চালক। তিনি দুই সন্তানের জনক এবং ওই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে। আটককৃত সাপিয়া বেগম শরিয়তপুরের নুরিয়া উপজেলার মৃত নজরুল ইসলাম মুন্সির মেয়ে। 

পুলিশ জানায়, আউয়াল তালুকদার তিন মাস আগে উপজেলার আঙ্গারিয়া গ্রামে গোপনে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর প্রথম স্ত্রী সাপিয়া বেগমের চার কাঠা জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেন স্বামী। এ নিয়ে প্রথম স্ত্রী সাপিয়ার সঙ্গে স্বামী আউয়াল তালুকদারের মধ্যে কলহ চলছিল। এরই জেরে রোববার রাতে খাবারের সঙ্গে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান সাপিয়া। এরপর রাত ২টার দিকে হাত-পা বেঁধে স্বামী আউয়ালকে গলা কেটে হত্যা করেন তিনি। পরে ৯৯৯- এ কল দিয়ে পুলিশকে খবর দেন স্ত্রী। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সাপিয়া আটক করে। 

নিহতের নবম শ্রেণিতে পড়া ছেলে রাফিন তালুকদার বলেন, গত তিন মাস আগে আঙ্গারিয়া গ্রামের এক নারীকে গোপনে বিয়ে আমার বাবা। পরে এনজিও থেকে ঋণ নেয়ার কথা বলে আমার মা সাপিয়া বেগমের সই নেন বাবা। পরে মা জানতে পারেন দ্বিতীয় স্ত্রীর নামে চার শতাংশ জমি লিখে দেন বাবা। এ নিয়ে প্রায়ই বাবা মায়ের মধ্যে মারামারি হতো। রোববার রাতে ১০টার দিকে ছাগলে গাছ খাওয়া নিয়ে মাকে মারধর করেন বাবা। পরে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেলে রাত ২টার দিকে বাবাকে গলা কেটে হত্যা করেন মা।

ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে স্ত্রী সাপিয়াকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সাপিয়া বেগমের নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের ভাই আবুল হোসেন তালুকদার।