• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে

কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল আটক

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

মিরপুরের ১৫ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম রাব্বিকে (২৪) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৫ মার্চ) সকালে র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রাব্বিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০২০ সালের ১৭ মে ওই  কিশোরী এসএসসি পরীক্ষা শেষে নিজ বাসায় ফিরে। পরে সন্ধ্যায় মিরপুরেই এক বান্ধবীর সঙ্গে দেখা করতে তার বাসায় যায়। পথিমধ্যে একটি টেইলার্স হয়ে যাচ্ছিল। তখন আসামি রবিউল ইসলাম রাব্বি ও তার সহযোগীরা তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে একটি প্রাইভেট কারে জোরপূর্বক তুলে অপহরণ করে। পরে আশুলিয়ার ইপিজেড এলাকায় ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত এই মামলায় সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে গ্রেফতার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, আসামির বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের এবং একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ায় গ্রেফতার এড়াতে লোক চক্ষুর আড়ালে আত্মগোপনে করেছিল। সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে করে গার্মেন্টসে চাকরি, বিভিন্ন শো রুমের ম্যানেজার হিসেবে জীবিকা নির্বাহ করতো।  

আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।