• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৪ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি

টেকনাফে নাফ নদীতে মিলল ২ লাখ ইয়াবা

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাদক কারবারিদের ফেলে যাওয়া ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার রাত ১০টার দিকে শ্মশানঘাটস্থ নাফ নদের কিনারায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি বলেন, শুক্রবার রাতে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। একপর্যায়ে একটি কাঠের নৌকায় সন্দেহজনক তিন-চার জন লোককে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখা যায়। নৌকাটি নদীর তীরে আসার পর বস্তার জাতীয় কিছু জিনিস ফেলতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়৷ কিন্তু চালক নৌকাটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় বিজিবির এক সদস্য নৌকাটি থামাতে ফাঁকা গুলিবর্ষণ করে। তখন মাদক পাচারকারিরাও বিজিবির সদস্যদের লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করে। পরে মাদক পাচারকারিদের বহনকারি নৌকাটি মিয়ানমার অভ্যন্তরে নাফফোঁড়া দ্বীপের দিকে পালিয়ে যায়।  

তিনি আরো বলেন, পরে ঘটনাস্থল তল্লাশী করে পাচারকারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের দুইটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে পাওয়া যায় দুই লাখ ইয়াবা। উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে।