• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরা ফাইন্যান্সের সাবেক এমডিসহ দুজন গ্রেফতার

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

প্রায় সাড়ে ৪১ কোটি টাকা আত্মসাতের মামলায় উত্তরা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম শামসুল আরেফীনসহ দুজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসএম শামসুল আরেফীন ছাড়া অন্য আসামি হলেন নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক শংকর কুমার সাহা।

তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রতারণার মাধ্যমে অবৈধ উপায়ে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে রেকর্ডপত্র না নিয়ে, বোর্ডে উপস্থাপন না করে এবং বোর্ডের কোনো অনুমোদন ছাড়া ৪১ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার টাকা নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজের অনুকূলে ঋণ হিসেবে স্থানান্তর করে এবং পরবর্তী সময়ে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ওই অর্থ তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংকে স্থানাস্তরের মাধ্যমে আত্মসাৎ করেন।

অর্থ আত্মসাতের এই অভিযোগে চলতি বছরের ১৬ মার্চ দুদকের উপ-পরিচালক আহসানুল কবীর পলাশ উত্তরা ফাইন্যান্সেরর সাবেক এমডি এসএম শামসুল আরেফীনসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার আরেক আসামি হলেন শম্পা রানী সাহা।

গত বছরের সেপ্টেম্বরে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামসুল আরেফিনের পাসপোর্ট জব্দ করতে অনুরোধ জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি পাঠানো হয়। মূলত অর্থ আত্মসাতে সংশ্লিষ্টতার কারণে তিনি যে কোনো সময় পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা থেকে চিঠিটি পাঠানো হয়।

এছাড়া দুদকের কাছে পাঠানো সেই চিঠিতে উত্তরা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী রহমান হক (কেপিএমজি) কর্তৃক করা অডিটে উত্তরা ফাইন্যান্সের অপসারিত ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীনের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।