• বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৪ ১৪৩০

  • || ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন : প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে শিক্ষা ব্যবস্থায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয়: প্রধানমন্ত্রী কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করিনি: প্রধানমন্ত্রী পাসের হারে মেয়েরা এগিয়ে, ছেলেদেরও চেষ্টা করতে বললেন প্রধানমন্ত্রী এইচএসসি’র ফল প্রকাশ কৃতকার্যদের অভিনন্দন, অকৃতকার্যদের সহানুভূতি দেখাতে হবে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি’র ফলাফল হস্তান্তর আজ মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসবেন শেখ হাসিনা এইচএসসির ফল প্রকাশ ১১টায়, জানা যাবে যেভাবে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসবেন শেখ হাসিনা বঙ্গবন্ধুকে হত্যার পরই এদেশে হত্যার রাজনীতি শুরু হয় কার কত দম আওয়ামী লীগ সেটাও দেখতে চায়: প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না যুদ্ধ ও সংঘাতকে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী মানবতাকে বাঁচাতে যুদ্ধকে ‘না’ বলুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

ছদ্মনামে আত্মগোপনে ৯ বছর,অতপর র‍্যাবের হাতে ধরা লিটন

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে স্ত্রীকে হত্যা করে মরদেহ পানির ড্রামে রাখার নয় বছর পর স্বামী আবুল হোসেন ওরফে লিটনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

এর আগে, রোববার ফেনীর সোনাগাজী উপজেলার রাঘবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন ঐ এলাকার হাফেজ আহম্মদের ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী নাসিমা বেগমের বাড়ি বাগেরহাট সদর উপজেলার মৌজারডাঙ্গা এলাকায়। ২০১১ সালে চট্টগ্রামে ভাইয়ের বাসায় এসে পোশাক কারখানায় চাকরি নেন তিনি। এ সময় লিটনের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ২০১৩ সালে তারা বিয়ে করে নগরের পাহাড়তলী থানার গ্রিনভিউ এলাকায় ভাড়া বাসায় থাকতে শুরু করেন।

সংসার শুরুর কিছুদিন পর লিটন বিবাহিত, তার স্ত্রী ও সন্তান রয়েছে বলে জানতে পারেন নাসিমা। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এরপর ২০১৪ সালের ৩১ মার্চ নাসিমাকে হত্যা করে মরদেহটি প্লাস্টিকের পানির ড্রামে ভরে বাসায় তালা দিয়ে  পালিয়ে যান লিটন।

এদিকে, নাসিমার কোনো খোঁজ না পেয়ে বাগেরহাট থেকে চট্টগ্রামে আসেন তার স্বজনরা। এরপর তারা বিষয়টি পুলিশকে জানালে বাসায় রাখা ড্রাম থেকে নাসিমার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলা করেন নাসিমার ভাই মো. সেলিম হোসেন। মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর মামলার বিচার কাজ শুরু এবং আসামি লিটনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, আলোচিত এ মামলার আসামি লিটনকে গ্রেফতারে নজরদারি ও ছায়াতদন্ত অব্যাহত রাখে র‍্যাব। একপর্যায়ে র‍্যাবের কাছে তথ্য আসে- গ্রেফতার এড়াতে ছদ্মনাম ধারণ করে ফেনীর সোনাগাজী উপজেলার রাঘবপুর নিজ গ্রামে অবস্থান করছেন লিটন। রোববার সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে লিটন জানান- দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে হত্যা করে মরদেহ প্লাস্টিকের পানির ড্রামে ভরে রাখেন, যাতে কেউ জানতে না পারেন। এরপর বাসায় তালা দিয়ে তিনি পালিয়ে যান। ঘটনার পর থেকেই ছদ্মনাম ধারণ করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছেন তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।