• বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৪ ১৪৩০

  • || ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন : প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে শিক্ষা ব্যবস্থায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয়: প্রধানমন্ত্রী কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করিনি: প্রধানমন্ত্রী পাসের হারে মেয়েরা এগিয়ে, ছেলেদেরও চেষ্টা করতে বললেন প্রধানমন্ত্রী এইচএসসি’র ফল প্রকাশ কৃতকার্যদের অভিনন্দন, অকৃতকার্যদের সহানুভূতি দেখাতে হবে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি’র ফলাফল হস্তান্তর আজ মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসবেন শেখ হাসিনা এইচএসসির ফল প্রকাশ ১১টায়, জানা যাবে যেভাবে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসবেন শেখ হাসিনা বঙ্গবন্ধুকে হত্যার পরই এদেশে হত্যার রাজনীতি শুরু হয় কার কত দম আওয়ামী লীগ সেটাও দেখতে চায়: প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না যুদ্ধ ও সংঘাতকে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী মানবতাকে বাঁচাতে যুদ্ধকে ‘না’ বলুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

ঘুষের বিনিময় রোগীদের সেবা, দুদক এর অভিযান

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ঘুষের বিনিময় রোগীদের সেবা দেওয়া হয়। এছাড়া রোগীদের জন্য বরাদ্দ করা ওষুধ বাইরে বিক্রি করা হয়।

এমন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের আংশিক সত্যতা পায় টিম। বাইরে ওষুধ বিক্রির বিষয়ে এরইমধ্যে মামলা দায়ের করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ অক্টোবর) সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে সোমবার (২ অক্টোবর) দুটি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কর্মচারীদের বিরুদ্ধে ঘুষের বিনিময় রোগীদের সেবা দেওয়া ও বরাদ্দ করা ওষুধ বাইরে বিক্রি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে এনফোর্সমেন্ট টিম হাসপাতালের পরিচালক, যুগ্ম-পরিচালক, প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য-উপাত্ত পরীক্ষা করে। অভিযান পরিচালনার সময় গোপনে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। অভিযোগের আংশিক সত্যতা পাওয়া যায়। হাসপাতালের ওষুধ বাইরে বিক্রির অভিযোগের বিষয়ে তারা জানান, ২০১৫ সাল থেকে এ সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে এবং নজরদারি বৃদ্ধি করায় আর এ ধরনের ঘটনা পুনরায় ঘটেনি। তবে একই পদে দীর্ঘদিন চাকরি করার সত্যতা পাওয়া যায়।

অন্যদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার, উপপরিচালক (হিসাব) ও অতিরিক্ত রেজিস্ট্রার পদে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি অনুসরণ না করে নিয়মিত মাস্টার্স ডিগ্রিধারী নয় এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পাবনা অফিস থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময়ে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ এবং পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে জানিয়েছে দুদক।