• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

দুবাইফেরত যাত্রীর জুতা থেকে উদ্ধার ১ কোটি ৩৭ লাখ টাকার সোনা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩  

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে ১৪টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ ঘটনায় গিয়াস উদ্দিন নামের ওই যাত্রীকে আটকের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেলের সহকারী পরিচালক ফারহানা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টায় ফ্লাই দুবাই এয়ারলাইনসের ফ্লাইট (নম্বর-FZ501) ঢাকায় অবতরণের পর গিয়াস উদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১৭২১ গ্রাম এবং আনুমানিক বর্তমান বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকা।

ফারহানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ১১ মিনিটে উড়োজাহাজটিতে অভিযান চালানো হয়। প্রথমে ওই যাত্রীর পরিচয় নিশ্চিত হয়ে পরে তার আসনে তল্লাশি চালানো হয়। এসময় তার সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো আলাদা করে রাখা জুতার ভেতরে চামড়াসদৃশ থলে জব্দ করা হয়।

জব্দকৃত জুতা ও থলে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। এসময় জুতার ভেতরে থাকা থলে থেকে ১৩টি সোনার বার এবং ওই যাত্রীর দেহ তল্লাশি করে আরও একটি সোনার বার উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দার এ কর্মকর্তা আরও বলেন, সোনা জব্দের ঘটনায় কাস্টমস আইন-১৯৬৯ এর ধারা ২(এস) অনুযায়ী আলোচ্য ক্ষেত্রে চোরাচালান অপরাধ সংঘটিত হওয়ায় ওই আইনের ১৬৮ ধারা মোতাবেক কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সোনার বারসহ ওই যাত্রীকে আটক করেন। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।